ব্রেস্ট ক্যান্সার সচেতনতা লিফলেট ও মাস্ক বিতরণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং তিলোত্তমা

| বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ১১:২৩ পূর্বাহ্ণ

‘নারী তুমি দুর্বার, রুখে দাও ব্রেস্ট ক্যান্সার’ এ স্লোগানকে সামনে রেখে ক্যান্সার বিশেষজ্ঞ লায়ন ডাক্তার শেফাতুজ্জাহানের উদ্যোগে লায়ন্স ক্লাব অব চিটাগং তিলোত্তমার উদ্যোগে গতকাল মঙ্গলবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ২০০ জন মহিলাদের ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় পরীক্ষা, লিফলেট, রক্তচাপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, ডায়াবেটিস সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন লায়ন মো. মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, লায়ন্স ক্লাব অব চিটাগং তিলোত্তমা এ সেবা মাসে ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় নারীদের কল্যাণে যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রসংশনীয়। প্রত্যেক নারী নিজেদের স্বাস্থ্যের প্রতি সচেতন হবেন এবং ভবিষ্যতেও চিটাগং তিলোত্তমা এ ধরনের কাজ অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এতে অতিথি ছিলেন জিএমটি লিডার লায়ন হাসান মাহমুদ চৌধুরী, লায়ন সৈয়দ মোর্শেদ হোসাইন, লায়ন কোহিনুর কামাল, লায়ন মো. ইকবাল হোসাইন, লায়ন হুমায়ুন কবীর, লায়ন ইকবাল হোসাইন, লায়ন হেলাল উদ্দীন আহমেদ, লায়ন সাহেলা আবেদীন, লায়ন শাহেদা আক্তার, লুবনা হুমায়ন, লায়ন হারুনুর রশিদ, উম্মে হাবিবা আখি, লায়ন তাজিন পারভেজ চৌধুরী, লায়ন সিলভী চৌধুরী, লায়ন সোমেন কানুনগো, লায়ন তাসরিফ আল ফরমান, লায়ন হুমাইরা ইসলাম, লায়ন সিফাত আল মনসুর, লায়ন শেখ শাহিনুর নিশি, লায়ন রাকিব উদ্দিন, লায়ন রাজশ্রী বড়ুয়া, লায়ন কায়সার মোরশেদ, লায়ন শেখ নাসিমা, ডা. নুজহাত শারমিন, ডা. তারিনা সালমা, ডা. নাবিলা আহমেদ মজুমদার, ডা. রিহুল জান্নাত, ডা. কেয়া দাস, ডা. মুনিয়া খান, মিথিলা তুষী, নাসিফা প্রমা, সাবরিনা মোস্তফা সাকী, নাদিয়া অরনি, সুমাইয়া চৌধুরী, প্রেমা, উম্মে হাসনাত নাবিলা, আফরিন সুলতানা পুষ্পা, তাবাচ্ছুম রাইসা, পল্লবী দাস, অবন্তী চক্রবর্তী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে এক রাতে ৩ দোকানে ডাকাতি
পরবর্তী নিবন্ধসাংবাদিক গিয়াস কামাল চৌধুরীকে স্মরণ