ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)’র ২১ তম ও ২২ তম সমাবর্তন আগামীকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) অনলাইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবং গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করবেন।
সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করবেন আইইউবি’র ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী; এডুকেশন, সায়েন্স, টেকনোলজি, অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্ট (ইএসটিসিডিটি)-এর চেয়ারম্যান নিলুফার জাফরুল্লাহ, উপাচার্য তানভীর হাসান, পিএইচডি প্রমুখ।
সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের মোট ২,১৪৩ জন ছাত্র-ছাত্রীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে।