রাউজান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়ার্ড পর্যায়ে মেম্বার পদে নির্বাচন করতে আগ্রহীদের সাথে মতবিনিময় সভা করেছেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি গত শনিবার এই সভায় মেম্বার পদ প্রত্যাশীদের উদেশ্যে বলেন, আগামীতে নির্বাচিত ওয়ার্ড মেম্বারগণ নিজ নিজ ওয়ার্ডে যাতে নিজস্ব অফিসে বসে মানুষের সেবা দিতে পারেন সেদিকে খেয়াল রেখে ওয়ার্ড পর্যায়ে অফিস নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এখন থেকে অযোগ্য কোন ব্যক্তিকে পুনঃমনোয়ন দেয়া হবে না। তিনি বলেন যারা ত্যাগী, যাদের জনসেবায় যোগ্যতা আছে, তাদের খুঁজে নিয়ে তালিকা তৈরী করতে দায়িত্ব দেয়া হয়েছে এসংক্রান্ত (মেম্বার প্রার্থী বাছাই ) কমিটিকে। বাছাই কমিটির তৈরী করা তালিকা মূল্যায়ন করে যথা সময়ে যোগ্য প্রার্থীদের মনোয়নপত্র সংগ্রহ করতে বলা হবে। তিনি আরো বলেন ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মীর মধ্যে অনেকইে আছেন মেম্বার পদে যোগ্য । যেহেতু এই পদে ওয়ার্ড পর্যায়ে একজনকে মনোনয়ন দেয়া হবে, সেহেতু অন্যান্য যোগ্য নেতাকর্মীদের অন্যভাবে মূল্যায়ন করা হবে বলে তিনি আশস্ত করেন। রাউজান কলেজের এবিএম ফজলে করিম চৌধুরী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবদুল ওহাব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম।