প্রথম জয়ের মুখ দেখলো মুক্তিযোদ্ধা

জিপিএইচ ইস্পাত প্রিমিয়ার ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৫ অক্টোবর, ২০২১ at ৬:১১ পূর্বাহ্ণ

জিপিএইচ ইস্পাত সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম জয়ের মুখ দেখেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। গতকাল রোববার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মুক্তিযোদ্ধা ৩-১ গোলে বিসিআইসি ক্রীড়া সংসদকে পরাজিত করে। এ খেলায় জয়লাভ করে মুক্তিযোদ্ধা মূল্যবান ৩টি পয়েন্ট লাভ করলো। যা রেলিগেশন ফাইটে তাদেরকে এগিয়ে রাখবে। এর আগে মুক্তিযোদ্ধা ২টি খেলায় ড্র করে ২ পয়েন্ট পেয়েছিল। গতকাল মুক্তিযোদ্ধা প্রথম জয়ের মুখ দেখলেও বিসিআইসি টানা দুই খেলায় পরাজিত হলো। ৬ খেলা শেষে মুক্তিযোদ্ধার পয়েন্ট এখন ৫ এবং সমান খেলায় বিসিআইসির ৭ পয়েন্ট। গতকাল দুই দলেই নিয়মিত কয়েকজন খেলোয়াড়ের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। তবে খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করছিল মুক্তিযোদ্ধা। এতে করে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়েছিল তারা। খেলার চার মিনিটেই প্রথম এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। এ সময় বঙের ডান প্রান্ত থেকে শফিক গোল করেন (১-০)। খেলার ১৯ মিনিটের সময় একটি নিশ্চিত গোল মিস করে মুক্তিযোদ্ধা। ফাহিমউদ্দিন সোহেল থেকে বল পান শফিক। তিনি সজীবের কাছে পাঠান বল। ছোট বক্সে সজীব নিশ্চিত গোলের বলটি বাইরে মেরে দেন। ২ মিনিট বাদে সেই সজীবই গোল করেন। সোহেলের বানিয়ে দেয়া বল ধরে বঙের ভেতর থেকে শটে বল জালে দেন তিনি (২-০)। ৩২ মিসনিটে আরো একটি গোল করে বিসিআইসি। এবার সোহেল থেকে বল পেয়ে দিদারুল আলম গোল করেন (৩-০)। ফাহিমউদ্দিন সোহেল গতকাল প্রথম থেকেই মাঠে নামে। নিজে গোল করতে না পারলেও দুটি গোলে ভূমিকা রাখেন। তিন গোলে এগিয়ে থেকে অনেকটা নির্ভার হয়ে বিরতিতে যায় মুক্তিযোদ্ধা। দ্বিতীয়ার্ধে পুরো সময় জুড়ে ছিল দেয়া নেয়ার ফুটবল। আক্রমন থাকলেও তাতে ছিল না কোন ধার। তবে এ অর্ধের ৩৮ মিনিটের সময় একটি গোল পরিশোধ করে বিসিআইসি। একটি আক্রমন থেকে বল পেয়ে মিজান গোল করলে ব্যবধান (৩-১) হয়। গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সাব্বির হোসেন। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর রায়হান উদ্দিন রুবেল। প্রিমিয়ার ফুটবল লিগে আজকের খেলায় অংশ নেবে মাদারবাড়ী উদয়ন সংঘ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি। বিকাল ৩.৩০টায় এ খেলা এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-বরিশাল ম্যাচের প্রথম দিনেই ২০ উইকেটের পতন