চট্টগ্রাম-বরিশাল ম্যাচের প্রথম দিনেই ২০ উইকেটের পতন

জাতীয় ক্রিকেট লিগের প্রথম হ্যাটট্রিক আশরাফুলের

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৫ অক্টোবর, ২০২১ at ৬:১১ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট লিগের চট্টগ্রাম এবং বরিশালের মধ্যকার ম্যাচে চলছে স্পিনারদের দাপট। গতকাল জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত চারদিনের ম্যাচের প্রথম দিনেই দু দলের বিশটি উইকেটের পতন ঘটেছে। আর সে ২০ উইকেটের ১৯টি নিয়েছেন স্পিনাররা। প্রথম দিনে দুই ইনিংস মিলে রান উঠেছে ২৩৩। বরিশালকে ১৪৬ রানে অল আউট করে দেওয়া চট্টগ্রাম নিজেরা অল আউট হয়ে গেছে মাত্র ৮৭ রানে। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বরিশাল বিভাগের হয়ে খেরতে নেমে ব্যাট হাতে কিছু করতে না পারলেও বল হাতে করেছেন হ্যাটট্রিক। যা জাতীয় লিগের এবারের আসরের প্রথম হ্যাটট্রিক। শুধু তাই নয় ৫ উইকেট তুলে নিয়েছেন আশরাফুল। বরিশাল বিভাগের আরেক স্পিনার মনির হোসেন নিয়েছেন ৫ উইকেট। চট্টগ্রাম বিভাগের স্পিনার হাসান মুরাদ ৫ উইকেট নিলেও আরেক স্পিনার নাঈম হাসান নিয়েছেন ৪ উইকেট। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা বরিশাল বিভাগকে প্রথম ওভারেই ধাক্কা দেন পেসার মেহেদী হাসান। এরপর শুরু হয় স্পিনার না্‌ইম হাসানের ভেল্কি। তিনি একে একে ফেরান আশরাফুল, ফজলে রাব্বি এবং সালমান হোসেনকে। ৩২ রানের মাথায় শামসুল ইসলামকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন নাঈম। বরিশালের সংগ্রহ তখন ৫ উইকেটে ৩২। সেখান থেকে রাফসান এবং মঈন খান মিলে যোগ করেন ১০০ রান। ৪৫ রান করা মঈন খানকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন হাসান মুরাদ। এরপর তার ঘুর্নির মুখে আর কেউ দাড়াতে পারেনি। ১৪ রান যোগ করতেই বাকি ৫টি উইকেট হারায় বরিশাল। ফলে ২৪৬ রানে অল আউট হয় তারা। দলেল পক্ষে ৬০ রান করেন রাফসান। এছাড়া দুই অংকের ঘরে যেতে পেরেছেন কেবল একজন। তিনি হলেন ১২ রান করা ফজলে রাব্বি। চট্টগ্রামের পক্ষে ২৬ রানে ৫ উইকেট নিয়েছেন হাসান মুরাদ। ৪৫ রানে ৪ উইকেট নিয়েছেন নাঈম হাসান। জবাব দিতে নেমে চট্টগ্রাম বিভাগকে শুরু থেকেই পড়তে হয় আশরাফুলের ঘুর্নির মুখে। ইনিংসের অষ্টম এবং নিজের চতুর্থ ওভারের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ট বলে যথাক্রমে সাদিকুর রহমান, মাহমুদুল হাসান এবং আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইয়াসির আলিকে ফিরিয়ে হ্যাটট্রিক পুরন করেন আশরাফুল। আশরাফুলের সে ধাক্কা সামলে উঠতে না উঠতে আরেক স্পিনার মনির হোসেনর ঘুর্নির মুখে পড়ে চট্টগ্রাম। মুলত এ দুজনের স্পিনের সামনে দাড়াতেই পারেনি চট্টগ্রামের ব্যাটসম্যানরা। কেবলই আসা যাওয়া করেছে। ফলে মাত্র ৮৭ রানে শেষ হয় চট্টগ্রামের প্রথম ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান আসে অধিনায়ক ইরফান শুক্কুরের ব্যাট থেকে। এছাড়া সাদিকুর ১১, পারভেজ হোসেন ১৭ এবং শাহাদাত হোসেন ১৪ ছাড়া বাকি কেউ দুই অংকের ঘরে যেতে পারেনি। বরিশালের পক্ষে আশরাফুল ৫৩ রানে নিয়েছেন ৫ উইকেট। মনির হোসেন মাত্র ১৫ রানে নিয়েছেন ৫ উইকেট। প্রথম ইনিংসে স্বাগতিক চট্টগ্রাম পিছিয়ে রয়েছে ৮৭ রানে।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম জয়ের মুখ দেখলো মুক্তিযোদ্ধা
পরবর্তী নিবন্ধআগামীতে চিটাগাং ক্লাব থেকেই দাবার গ্র্যান্ড মাস্টার সৃষ্টি হবে: এম এ মালেক