চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ সেলিম (৬৫) নামের এক সিএন্ডএফ কর্মচারী নিহত হয়েছেন। বন্দরের তিন নম্বর গেটের ভিতরে জে আর ইয়ার্ড এলাকায় গতকাল বিকেলে এই ঘটনা ঘটে। নিহত সেলিম নগরীর আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলী এলাকার কুতুব বাড়ির মৃত মোহাম্মদ মুসা মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, বন্দরের জে আর ইয়ার্ড এলাকায় গতকাল বিকেল সাড়ে ৪টা নাগাদ কাজে যাচ্ছিলেন মোহাম্মদ সেলিম। এই সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে পৌঁছে মাত্র কয়েক মিনিট পরেই তার মৃত্যু হয়। ঘটনার ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। পুলিশ কাভার্ডভ্যানটি আটক করেছে। চালক ও সহকারী পালিয়ে গেছে।