কিরিচ দিয়ে পিরিচ ভাঙো
ঝন ঝনা ঝন ঝন
মাটিল পুতুল বুঝলে না হায়!
আর পুতুলের মন।
মানুষ কেন মারবে মানুষ
সকল মানুষ ভাই
সবার ছিল এক সময়ে
মায়ের পেটে ঠাঁই।
আদি মাতা সবার তো এক
বাবাও ঠিক তাই
তবু কেন রক্ত ঝরাও
বোঝার উপায় নাই।
একই জলে গোসল করি
পোহাই একই রোদ
বিবেক তোমার জাগ্রত হোক
জাগুক শুভবোধ।