মাথায় আঘাতে আনোয়ারায় কলেজছাত্র মাসুমের মৃত্যু

ময়না তদন্তের রিপোর্ট

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ১৮ অক্টোবর, ২০২১ at ৭:৫৯ পূর্বাহ্ণ

মাথায় আঘাতজনিত কারণে আনোয়ারার কলেজছাত্র আবদুল্লাহ্‌ আল মাসুমের (১৮) মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার আদালতে দাখিল করা পুলিশের ময়না তদন্তের রিপোর্টে এভাবে মাসুমের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার পিতা মো. ইউসুফ। তবে আনোয়ারা থানার পুলিশ এ নিয়ে কোনো ধরনের বক্তব্য দিতে রাজি হয়নি। মাথায় আঘাতজনিত কারণ ছাড়াও রিপোর্টে বিদ্যুৎস্পৃষ্ট, ঘাড়ের বাম পাশে এবং হাঁটুর ওপরেও আঘাতের চিহ্ন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
মাসুমের পিতা মো. ইউসুফ বলেন, আমার ছেলে মাসুমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে যার প্রমাণ ময়না তদন্তে উল্লেখ আছে। ঘটনার পর এলাকাবাসী ২ দিন ধরে আমার ছেলের হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল সমাবেশ ও সড়ক অবরোধ করেছিল। তিনি আরো বলেন, থানা পুলিশ মামলা না নেওয়ায় আমি বাধ্য হয়ে আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করি। আদালতের কাছে আমার ছেলে মাসুম হত্যার বিচার চাই।
আনোয়ারা থানার সহকারী পুলিশ পরিদর্শক নওফেল আলমের কাছে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোনো ধরনের বক্তব্য দিতে রাজি হয়নি।
উল্লেখ্য, গত ২ অক্টোবর শনিবার রাতে আনোয়ারা সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র আবদুল্লাহ আল মাসুমের (১৮) লাশ পুলিশ উপজেলার ইছামতি এলাকা থেকে উদ্ধার করে। বিদ্যুৎস্পৃষ্টে মাসুমের মৃত্যু হয়েছে বলে পুলিশ তখন সাংবাদিকদের জানায়। কিন্তু পরিবারের দাবি মাসুমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধরাসেল থাকুক বাংলার প্রতিটি শিশুর মাঝে
পরবর্তী নিবন্ধমহানবীর (সা.) আগমন সকল সৃষ্টির জন্য রহমত স্বরূপ