ফেসবুকে ঘুরছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুচ্ছ পরীক্ষার ‘প্রশ্নসহ উত্তরপত্র’ ও ‘সাজেশন’ বিক্রির পোস্ট, লোভে পড়ে টাকা দিয়ে ধরাও খাচ্ছেন শিক্ষার্থীদের কেউ কেউ; আর এ বিষয়ে সতর্ক করে কর্তৃপক্ষ বলছে- ‘প্রশ্ন ফাঁসের সুযোগই নেই’। একের পর এক ফেসবুক গ্রুপে ভর্তি পরীক্ষার প্রশ্ন দেওয়ার প্রচারণার ফাঁদে পড়ে টাকা খোয়ানোদের একজন তাইজুল হাসান। তিনি বলেন, সাজেশনের জন্য আমি আর আরেকজন মিলে ১০ হাজার টাকা দিয়েছিলাম। একজনকে ওরা ব্লক করে দিয়েছে শুনে আমি কথা বলতে গেছিলাম, তারপর আমাকেও ব্লক করে দিয়েছে। সাজেশনও পেলাম না, টাকাও গেল। পরীক্ষা কমিটির প্রতি আমাদের অনুরোধ, তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। আমাদের অনেকেই এভাবে প্রতারিত হচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রশ্ন ফাঁসের সুযোগ নেই বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমদ নূর। খবর বিডিনিউজের।
তিনি বলেন, উচ্চমাধ্যমিকের সিলেবাস অনুসারে পরীক্ষা হবে। বাইরে থেকে কিছু আসার সুযোগ নেই। আমাদের কাছে কেউ কমপ্লেইন করলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাব। প্রথমবারের মতো গুচ্ছভুক্তভাবে ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। আজ ১৭ অক্টোবর শিক্ষার্থীদের শারীরিক উপস্থিতিতে হবে এ পরীক্ষা। মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান- তিনটি গুচ্ছে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়া হবে এমসিকিউ পদ্ধতিতে। সেই ফলাফলের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করার পর বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব শর্ত অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করবে। সূচি অনুযায়ী ১৭ অক্টোবর হবে বিজ্ঞান বিভাগের পরীক্ষা।