ছলাৎ শব্দে ফিরে পাই চিরচেনা খালের স্মৃতি! হয়তো এক সময় বুক চিরে বয়ে যেতো নৌকা, সাম্পান! নিত্য কারবারে হয়তো জৌলুসে ভরপুরও ছিলো! স্বপ্ন দেখতো হয়তো কোনো মাঝি, তার ভাগ্য পরিবর্তনের! সবই ছিলো। এখন সব অতীত হয়ে গেলো! খুব ভোরে অবাক হয়ে দেখি, সাগরের পানির রং এর মতোই দেখতে পানিগুলো! একটু বেলা হওয়ার সাথে সাথে, দু’পেয়ে প্রাণিকূলের সেরা প্রাণির খেতাবে মহিয়ান, মানুষ প্রাণির বস্তা ভর্তি ময়লা ফেলার ধুপ্পুর-ধাপ্পুর আওয়াজ! অবাক হয়ে ভাবি, এ অত্যাচার আর কতকাল সহ্য করবে খাল! আমরা প্রতিনিয়ত শিখি, মানুষের কল্যাণ করবো। তাহলে একবারও কেনো ভাবি না, খালের ময়লা যায় কোথায়? আমি যেখানে থাকি, মোটামুটি সবাই বলে ভালো মানুষদের বসবাস এখানে! তাহলে? কোনো বস্তিও নেই আশেপাশে! ভালো মানুষদের তো ভালো ভালো কাজ, ভাবনা হওয়া উচিৎ! একবারও কি তারা ভাবেন না, খালে ময়লা ফেলে কি অন্যায়টা তারা করছেন! খুব গর্ব করে মেয়েদের চাক্তাই খালের গল্প শুনাই প্রতিদিন। পনেরো- বিশ বছর আগেও এ খালের কদর যে ছিলো, তা বুঝাতে চেষ্টা করি। আমার বিচক্ষণ মেজো মেয়ের প্রশ্ন, তুমিই কি সব জানো! অন্যরা যেটাকে ময়লার ডাস্টবিন মনে করে প্রতিদিন ময়লা ফেলে, তারা কি কিছুই জানেন না! আরো বলে, আমি টিচার দেখে বলি এসব! কোথায় যাই! তবে, আমি শিক্ষা দিতে চেষ্টা করি, খালে যেনো একটা কাগজের টুকরোও না ফেলে ওরা! জানিনা, কতটুকু তারা পালন করে আমার এ শিক্ষা! বৃষ্টির পানিতে রোডে পানি জমে একাকার হওয়ার গল্প জানি সকলে। দুজন মানুষ পানিতে ভেসে যাওয়ার কথাও শুনেছি সবাই! আচ্ছা, সরকার কি প্রতিদিন প্রতিটা ঘরে এসে এসবের পাঠ শেখাবেন! আমাদের দায়-দায়িত্ব বলে কিছু নেই! একটু সচেতন কি আমরা হতে পারি না! নিজেদের বাঁচার স্বপ্ন দেখাটাও কি ভুল করেই দেখবো আমরা! আর কতো ভুল যে হবে, সৃষ্টিকর্তাই জানেন!