বালিতে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু

| শুক্রবার , ১৫ অক্টোবর, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

বালিতে গতকাল বৃহস্পতিবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। চীন, জাপান ও ফ্রান্সসহ নির্দিষ্ট কিছু দেশ থেকে এসব ফ্লাইট চলাচল করবে। খবর বাসসের।
করোনা মহামারির কারণে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে ইন্দোনেশিয়ার অবকাশ দ্বীপ বালিতে পর্যটকদের ফিরিয়ে আনার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভ্রমণকারীদের জন্য নতুন কিছু নীতি গ্রহণ করা হয়েছে।
এসবের মধ্যে রয়েছে পর্যটকদের অবশ্যই টিকা গ্রহণ এবং হোটেলে পাঁচদিন কোয়ারেন্টিনে থাকতে হবে। তাছাড়া ভিসার কঠোর নিয়ম কানুনও তাদের মানতে হবে।
বিমানবন্দরের মুখপাত্র তৌফান যুধিষ্ঠির বলেন, আমরা আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রস্তুত।

পূর্ববর্তী নিবন্ধচসিক একাদশের সাথে ড্র করে আরো পিছিয়ে গেল মুক্তিযোদ্ধা
পরবর্তী নিবন্ধতাইওয়ানে আবাসিক ভবনে আগুন, নিহত ৪৬