চট্টগ্রাম বাতিঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মিলার

| বৃহস্পতিবার , ১৪ অক্টোবর, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বাতিঘর পরিদর্শনে আসেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর. মিলার। গতকাল বুধবার তিনি বাতিঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন ও কর্মীদের সাথে বাতিঘর আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে কথা বলেন। এরপর তিনি তরুণ পাঠকদের সাথে ছবি তোলেন, তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে জানান, মেয়ে পাঠকদের উপস্থিতি দেখে তিনি খুব আনন্দিত হয়েছেন। একজন পাঠক তাঁকে বই থেকে কিছু অংশ পড়ে শোনায়। মেয়েটির পাঠের উচ্ছ্বসিত প্রশংসা করে মিলার বলেন, এভাবেই গল্প পড়া উচিত,আত্মবিশ্বাসের সাথে ও দৃঢ় কন্ঠে। উপস্থিত তরুণ-তরুণীদের তিনি যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার বিষয়ে উৎসাহ দেন। মিলার বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশকে পড়ুয়াদের জন্য সংস্কৃতি চর্চার এমন একটি স্থান তৈরি করার জন্য শুভেচ্ছা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবারখাইনে ২৫০০ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে