শরৎকাল

আহবাব সুলাইমান (৩০,০৯৮) | বুধবার , ১৩ অক্টোবর, ২০২১ at ১১:১২ পূর্বাহ্ণ

ঋতু-বৈচিত্র্যের দেশে
এসেছে শরৎ ফিরে,
বিশাল নীল আকাশে
মেঘেরা বেড়ায় ঘুরে।
সাদা মেঘের ভেলাগুলো
ইচ্ছেমতো ভাসে,
নদীর ধারে কাশফুলের
সুবাস ভেসে আসে।
পদ্ম, জবা, শিউলি ফুল
শরৎকালের প্রাণ
জলপাই আর তালগুলোর
কত মিষ্টি ঘ্রাণ।
শরৎকালের পূর্ণিমার
নেই যে তুলনা,
অন্য ঋতুতে এমন চাঁদ
খুঁজেই পাবে না।।

পূর্ববর্তী নিবন্ধপানির নিচে অন্য জগত
পরবর্তী নিবন্ধছোটাটিং ছোটো