৯ মাসে বজ্রপাতে ৩২৯ মৃত্যু

বজ্রপাত আশ্রয়কেন্দ্র করার পরিকল্পনা

| বুধবার , ১৩ অক্টোবর, ২০২১ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চলতি বছর সাড়ে নয় মাসে দেশে বজ্রপাতে অন্তত ৩২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ববস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। তিনি বলেছেন, সবগুলো মৃত্যুই হয়েছে খোলা স্থানে। সরকার তাই বজ্রপাত আশ্রয়কেন্দ্র করার পরিকল্পনা করছে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস সামনে রেখে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও আজ বুধবার নানা আয়োজনে দিবসটি পালন করবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে কাজ করি একসাথে’। খবর বিডিনিউজের।
গত এক দশকে ঘূর্ণিঝড় প্রস্তুতির পাশাপাশি উপকূলীয় এলাকায় আশ্রয়কেন্দ্র স্থাপন ও জরুরি ভিত্তিতে জান-মাল রক্ষার ব্যবস্থাপনায় উন্নতি হয়েছে অনেক। তাতে ঘূর্ণিঝড়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমলেও বজ্রপাত ও বন্যার মতো দুর্যোগ শঙ্কা বাড়াচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, ২০১৫ সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সে বছর বজ্রপাতে মারা গিয়েছিলেন ২২৬ জন। তিনি বলেন, এ বছর নদী ভাঙনের শিকার ৯ হাজার ৪৪৫ পরিবারকে বাড়ি দেওয়া হবে। প্রধানমন্ত্রীর দপ্তরে সেই তালিকা পাঠানো হয়েছে। আপাতত অস্থায়ীভাবে তাদের বসবাসের ব্যবস্থা করা হয়েছে। তারা সবাই ২ শতাংশ জায়গাসহ বাড়ি পাবে।
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে ন্যাশনাল বিল্ডিং কোড প্রণয়ন করার কথা তুলে ধরে তিনি বলেন, বিল্ডিং কোড মেনে যদি আগামীতে ভবন তৈরি করা হয়, তাহলে সেগুলো ভূমিকম্প সহনীয় হবে। কারণ এগুলোকে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প সহনীয় হিসেবে তৈরি করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধহেলেনা জাহাঙ্গীরের জামিন মেলেনি
পরবর্তী নিবন্ধদুই চোরকে ধরে পুলিশে দিল জনতা