হেলেনা জাহাঙ্গীরের জামিন মেলেনি

| বুধবার , ১৩ অক্টোবর, ২০২১ at ১০:৩৫ পূর্বাহ্ণ

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে জামিন দেননি হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি অবকাশকালীন হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তার জামিন আবেদন নাকচ করে আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও আইনজীবী সৈয়দ ফজলে ইলাহী। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ, ডেপুটি এটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ ও ডেপুটি এটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক। ডেপুটি এটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ আদালতের আদেশের বিষয়টি জানিয়েছেন। খবর বাসসের।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত সপ্তাহে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন হেলেনা জাহাঙ্গীর। গত ৩০ জুলাই গুলশান থানায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ার ১৪৪টি প্রাথমিক বিদ্যালয় রূপ পাচ্ছে ‘স্বপ্নের বাতিঘর’ হিসেবে
পরবর্তী নিবন্ধ৯ মাসে বজ্রপাতে ৩২৯ মৃত্যু