সিন্ডিকেট ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হোক

| মঙ্গলবার , ১২ অক্টোবর, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

হঠাৎ দ্রব্যমূল্য বৃদ্ধিজনিত দুর্ভোগ পড়েছি আমরা। আবার সহসা এই সমস্যা থেকে মুক্তি মিলবে বলে মনেও হচ্ছে না। সরকারি বাজার মনিটরিং কমিটি, ভোক্তা অধিকার আন্দোলন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, মূল্য নিয়ন্ত্রণে সরকারি সতর্কবার্তা, টি.সি.বির ভোগ্যপণ্য বিক্রয় কর্মসূচী ইত্যাদি কার্যক্রম সাময়িকভাবে কিছুটা ফলপ্রসূ হলেও সময়ের ব্যবধানে তা আবার ‘যেই লাউ সেই কদু’। কেন বার বার এমন হচ্ছে? কেন অবৈধ সিন্ডিকেট ব্যবসার কবলে জিম্মি রয়েছে সাধারণ ভোক্তা শ্রেণী? চাল,ডাল, তেল,চিনি, পেঁয়াজ এর মত নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য একাধারে অস্বাভাবিকভাব বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে ভোগ্য পণ্যের দাম কতটা বাড়ে আর দেশীয় বাজারে তার দাম কত টুকু বাড়ে এবং তা কত দ্রুত বাড়ে তা মূল্যায়ন করার সময় এসেছে। গণ মাধ্যমে মূল্য বৃদ্ধির সংবাদ প্রচার হওয়ার সাথে সাথে এই নিত্যপণ্যের মূল্য আরো বেড়ে যায়। এতে সাধারণ জনগণের দুর্ভোগ সহ্যের সীমা ছাড়িয়ে গেছে।
দেশের আইন শৃঙ্খলাবাহিনী ইতিপূর্বে জঙ্গি, সন্ত্রাসী, অর্থপাচারকারীসহ দেশ বিরোধীদের দমনে ব্যাপক সাফল্যের পরিচয় দিয়েছে। কিন্তু কেন সিন্ডিকেট ব্যবসায়ীদের মত জনগণের রক্ত চোষাদের দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণে সফল হচ্ছে না তা আমার বোধগম্য নয়। পর্দার আড়ালে থাকা মুষ্টিমেয় স্বার্থান্বেষী মহলের চেয়ে দেশের বৃহত্তর জনগণের স্বার্থ অনেক বড়। তাই অবিলম্বে এই রক্ত চোষা সিন্ডিকেট ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হোক।
শাহ নেওয়াজ
মধ্যম হালিশহর, বন্দর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধআনাতোল ফ্রাঁস : প্রগতিবাদী কথাসাহিত্যিক
পরবর্তী নিবন্ধনির্বাচিত কাউন্সিলরেরও জামানত বাতিল