সকল বাধা-বিপত্তির অবসান ঘটিয়ে অবশেষে বোয়ালখালী পৌরসভা মেয়রের চেয়ারে বসতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জহুরুল ইসলাম জহুর। সম্প্রতি এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেট অনুযায়ী আগামীকাল ১৩ অক্টোবর নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও বোয়ালখালী ইউএনও নাজমুন নাহার। প্রকাশিত গেজেট অনুযায়ী নির্বাচিতরা হচ্ছেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১নং ওয়ার্ডে রেবেকা সুলতানা মনি, ২নং ওয়ার্ডে জোবাইদা বেগম, ৩নং ওয়ার্ডে শাহনাজ পারভীন। সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন মোহাম্মদ তারেকুল ইসলাম, ২নং ওয়ার্ডে মোহাম্মদ সিরাজুল হক, ৩নং ওয়ার্ডে আরিফ উদ্দিন জুয়েল, ৪নং ওয়ার্ডে সুনীল চন্দ্র ঘোষ, ৫নং ওয়ার্ডে মো. ইসমাঈল হোসেন চৌধুরী আবু, ৬নং ওয়ার্ডে হাজী মো. নাছের আলী, ৭নং ওয়ার্ডে মো. মাহমুদুল হক, ৮নং ওয়ার্ডে মোহাম্মদ পারভেজ ও ৯নং ওয়ার্ডে মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ পৌরসভার নির্বাচনে কাউন্সিলর পদে ভোট গ্রহণ হলেও আইনি জটিলতার কারণে মেয়র পদে ভোট গ্রহণ হয়নি। তবে এর আগেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহুরুল ইসলাম জহুরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থী মোহাম্মদ ইদ্রিস আলমের সাথে সর্বোচ্চ আদালতে দীর্ঘদিন ধরে বেশ কয়েক দফা লড়াইয়ের এক পর্যায়ে শেষ পযর্ন্ত জহুরকে মেয়র নির্বাচিত ঘোষণা করে এ গেজেটটি প্রকাশ করে কমিশন। এর মধ্যে দিয়ে সকল বিতর্কের অবসান ঘটে এবং আগামীকাল মেয়রসহ নির্বাচিত প্রতিনিধিগণ শপথ নেয়ার কথা রয়েছে।
জানতে চাইলে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মোহাম্মদ ইদ্রিস আলম ‘ন্যায় বিচার পাননি’ বলে জানান। জবাবে নব নির্বাচিত মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর বলেন, প্রতিপক্ষের প্রার্থিতায় দুর্বলতা ছিল বিধায় আইনের কাছে তারা হেরে গেছেন। ফলে বিজ্ঞ আদালত আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন। নিয়ম অনুযায়ী কাল আমি শপথ নেবো। সে প্রস্তুতি আমার রয়েছে। এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নয়।