আনোয়ারার গত রবিবার রাতে উপজেলার গুয়াপঞ্চক গ্রামের ৫ নং ওয়ার্ডে বন্যহাতির আক্রমণে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন (৫৮) ব্যক্তি প্রাণ হারিয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। তাছাড়া হাতির তাণ্ডবে ২টি বসতঘর ভাংচুর, বাগান গাছ ও ঘরের মালামাল নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এলাকায় হাতি আতংক বিরাজ করছে। স্থানীয় বৈরাগ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য মো. সোলাইমান জানান, রবিবার রাত আনুমানিক ৩ টায় বৈরাগ ইউনিয়ের ৫ নং ওয়ার্ডের গুয়াপঞ্চক এলাকায় দেয়াং পাহাড় থেকে বন্যহাতি এসে আক্রমণ চালিয়ে পায়ে পিষ্ট করে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন (৫৮) ব্যক্তিকে। তাছাড়া হাতির আক্রমণ থেকে রেহাই পাইনি স্থানীয় আবদুর রশিদ (৪৫) ও মো. সেকান্দর (৪২) এর বসতঘর। নষ্ট করে স্থানীয় ওসমান গনির বাগানের ব্যাপক গাছপালা। তিনি আরো জানান, গত ৮ বছরের অধিক সময় ধরে দেয়াং পাহাড়ে অবস্থানরত ৩ টি হাতি সন্ধ্যা নামলেই লোকালয়ে নেমে স্থানীয়দের বসতবাড়ি, বাগান, জমির ফসল নষ্ট করার পাশাপাশি নিরীহ মানুষ হাতির আক্রমণে। আনোয়ারা থানার এস আই মোহাম্মদ হাসান জানান, রবিবার রাতে গুয়াপঞ্চক গ্রামে বন্যহাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত (৫৮) ব্যক্তি মারা যান। পুলিশ মৃতদেহের সুরতহাল তৈরির পর গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টায় মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়।