ছেলে আরিয়ান খান জেলে থাকায় ভেঙে পড়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। আরিয়ানের মাদককাণ্ড প্রভাব ফেলেছে শাহরুখের কর্মজীবনেও। তার অভিনীত সব বিজ্ঞাপন প্রচার বন্ধ করেছে ছোটদের শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত অনলাইন কোচিং অ্যাপ ‘বাইজু’। ২০১৭ সাল থেকে বাইজুর সঙ্গে যুক্ত কিং খান। বাইজুর একাধিক বিজ্ঞাপনে দেখা গেছে এ অভিনেতাকে। বিভিন্ন গণমাধ্যমে অগ্রীম বুকিং থাকার পরেও বাইজুর সমস্ত বিজ্ঞাপন তুলে নেওয়া হয়েছে। বিভিন্ন সামাজিক মাধ্যমে লাগাতার আক্রমণের মুখে বাইজু এমন সিদ্ধান্ত নিয়েছে। খবর বাংলানিউজের।
বিজ্ঞাপনগুলোতে শাহরুখ অভিভাবকদের বুঝিয়েছেন তাদের সন্তানের পড়াশোনা, বিকাশের জন্য বাইজু কতোটা কার্যকর। এই অ্যাপের প্রচার করে প্রতি বছর ৩ থেকে ৪ কোটি টাকা আয়ও করেন শাহরুখ। ভবিষ্যতে তাদের বিজ্ঞাপনে শাহরুখকে দেখা যাবে কিনা তা এখনো জানায়নি বাইজু। তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদ থেকে এ অভিনেতাকে বাদ দেওয়া হচ্ছে কিনা, সে বিষয়েও কিছু জানানো হয়নি।