দেড় বছর পর করোনার নমুনা পরীক্ষায় পজিটিভ শূন্য ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাব। গত ৯ অক্টোবর ৫৬১টি নমুনা পরীক্ষা করে সবকয়টিতে নেগেটিভ ফল পাওয়া গেছে এই ল্যাবে। অর্থাৎ একটি নমুনাতেও করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। এর মাধ্যমে দেড় বছর পর একদিনে এই প্রথম পজিটিভ শূন্য ল্যাবটি। বিআইটিআইডি ল্যাব প্রধান ডা. শাকিল আহমেদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা সংক্রমণের শুরু থেকে টানা নমুনা পরীক্ষা করে আসা এই ল্যাবে দীর্ঘ সময় পর একটিও পজিটিভ পাওয়া যায়নি। এটি স্বস্তির বিষয়। উল্লেখ্য, করোনা সংক্রমণের শুরুতে গত বছরের ২৫ মার্চ বিআইটিআইডি ল্যাবের হাত ধরেই করোনার নমুনা পরীক্ষা কার্যক্রম চালু হয় চট্টগ্রামে। ৩ এপ্রিল নমুনা পরীক্ষার ফলাফলে প্রথম একজনের করোনা শনাক্ত হয় এই ল্যাবে। এরপর থেকে বেশ কিছুদিন ফাঁকে ফাঁকে পজিটিভ শনাক্ত হচ্ছিল। তবে এপ্রিলের পর থেকে প্রতিনিয়ত করোনা শনাক্ত হয় নমুনা পরীক্ষায়। এরপর থেকে একদিনও পজিটিভ শূন্য থাকেনি ল্যাবটি। হিসেবে দেড় বছর পর ৯ অক্টোবর পরীক্ষাকৃত নমুনার একটিতেও পজিটিভ পাওয়া যায়নি।
শুরু থেকে এ পর্যন্ত সব মিলিয়ে ১ লাখ ৪৯ হাজার ২৯৩টি নমুনা পরীক্ষা হয়েছে বিআইটিআইডি ল্যাবে। এর মধ্যে ১৪ হাজার ৯৪২টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে বলে জানান ল্যাব প্রধান ডা. শাকিল আহমেদ।