ডিসেম্বরের মধ্যে মহানগর আওয়ামী লীগের ইউনিট ও ওয়ার্ড সম্মেলন শেষ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। এছাড়া দলীয় সভাপতির (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সাথে আলোচনা করে পরবর্তীতে মহানগর আওয়ামী লীগের সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
গতকাল শনিবার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজে মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, মহানগর আওয়ামী লীগের সম্মেলনের ব্যাপারে আলোচনা হয়েছে। মহানগর আওয়ামী লীগকে কীভাবে আরো শক্তিশালী করা যায়, এই ব্যাপারে আজকের সভায় আলোচনা হয়েছে।
মহানগর আওয়ামী লীগের গ্রুপিংয়ের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, মহানগর আওয়ামী লীগের সবাই এক। এখানো কোনো বিভেদ নেই। তিনি আরো বলেন, মহানগর আওয়ামী লীগ ইতোমধ্যে বসে প্রস্তুতি নিয়েছে ইউনিট ও ওয়ার্ড সম্মেলন করার ব্যাপারে। ডিসেম্বরের মধ্যে তারা ইউনিট-ওয়ার্ড সম্মেলন শেষ করবে।
জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, আমাদের টার্গেট আছে এই বছরের মধ্যে ইউনিট, ওয়ার্ড, থানাসহ মহানগর আওয়ামী লীগের সম্মেলনের ব্যাপারে। আমরা আগের বার যখন এসেছিলাম, তখন অক্টোবর থেকে ইউনিট ও ওয়ার্ড সম্মেলনের ব্যাপারে বলেছিলাম। কিন্তু করোনার কারণে সবকিছু স্থবির হয়ে গিয়েছিল। এই কারণে রাজনৈতিক সব কর্মসূচি বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এখন সম্মেলনের প্রস্তুতি যেন ঠিকমতো হয়, এই ব্যাপারে আলোচনার জন্য আমরা এসেছি। আলোচনা হয়েছে।
কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগর সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন, মহানগরের সহসভাপতি খোরশেদ আলম সুজন, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, নোমান আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, জহরলাল হাজারী প্রমুখ।











