আঞ্জুমানে রহমানিয়া : মহানবীর (দ.) দুনিয়ায় শুভাগমনের মাস রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে নগরীতে র্যালি ও সমাবেশ করেছে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরাম চট্টগ্রাম জেলা শাখা। গতকাল শুক্রবার বাদ জুমা দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদ চত্বর থেকে র্যালি শুরু হয়ে আলমাস, কাজির দেউড়ি, আসকার দীঘির পাড়, জামাল খান মোড় হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার মহানগর সভাপতি মুহাম্মদ বোরহান উদ্দিন মাইজভাণ্ডারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনজুমানের সাবেক সভাপতি মুহাম্মদ ইকবাল রিসালপুরী। বিশেষ অতিথি ছিলেন হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী মাইজভাণ্ডারী, আনজুমান দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক কাজী শহীদুল্লাহ। উদ্বোধক ছিলেন মইনীয়া যুব ফোরামের উপদেষ্টা তৌহিদুল কাদের চৌধুরী মাইজভাণ্ডারী। সমাবেশে বক্তব্য রাখেন বশির ভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন সামশুল আলম সান্জরি মাইজভাণ্ডারী, মইনীয়া ওলামা মাশায়েখ ফোরাম চট্টগ্রাম জেলা আহ্বায়ক মাওলানা ইসমাইল সিরাজী, মাইজভাণ্ডার রহমানিয়া মইনীয়া দরসে নেজামী মাদ্রাসার সুপার মাওলানা মো. নঈম উদ্দিন, খাদেম মো. ফারুক মাইজভাণ্ডারী, আন্জুমান মহানগর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া, আজিম উদ্দিন, পতেঙ্গা থানা সভাপতি মো. রাজা মিয়া, ৩৬ নম্বর ওয়ার্ড সভাপতি মো. আমিন প্রমুখ।
কর্ণফুলী গাউসিয়া কমিটি : পটিয়া প্রতিনিধি জানান, জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবীর (দ.) স্মৃতিময় মাস রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে এক বর্র্ণাঢ্য র্যালি বের করেছে কর্ণফুলী উপজেলা গাউসিয়া কমিটি বাংলাদেশ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কের মইজ্জ্যারটেক আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বর থেকে বের হয়ে র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চত্বরে এসে শেষ হয়।
এর আগে কর্ণফুলী উপজেলা গাউছিয়া কমিটির সহ-সভাপতি মনজুরুল আলম মনজুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ইমতিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় গাউছিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, প্রধান বক্তা ছিলেন গাউছিয়া কমিটির দাফন কাফন কমিটির প্রধান সমন্বয়ক অ্যাড. মোসাহেব উদ্দিন বখতিয়ার। বিশেষ অতিথি ছিলেন শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। উদ্বোধক ছিলেন মাওলানা আবদুল্লাহ এরশাদ কুতুবী। বক্তব্য রাখেন হাসান ইলিয়াছ মুন্সি, মাওলানা আহমদ হোসেন নিজামী, খোরশেদ আলম, শাহাদাত হোসেন রুমেল, মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা ইউনুস, নুরুল আবছার আজাদ, মোহাম্মদ জামাল, নজরুল ইসলাম, মো. আবু সাদেক আলকাদেরী প্রমুখ।
সীতাকুণ্ড গাউছিয়া কমিটি : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে সীতাকুণ্ডে জশনে জুলুস ঈদে মিলাদুনবী (দ.) উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গাউছিয়া কমিটি সীতাকুণ্ড উপজেলা শাখা উক্ত র্যালির আয়োজন করে। পৌরসভার গেট হতে র্যালিটি আরম্ভ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। র্যালিতে যানবাহনযোগে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লী অংশ নিয়ে মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানান। র্যালি শেষে পৌর সদরস্থ মাইক্রো স্ট্যান্ডে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, মোবারক হোসেন, মাওলানা মুজিব উদ্দীন, মাওলানা খুরশিদুল আলম, কামাল উদ্দীন, মাওলানা আতিকুল্লাহ, মাওলানা আশরাফ হোসাইন, মাওলানা আবূ কায়সার, মাওলানা নুরুল আলম, মুহাম্মদ আলাউদ্দীন, মুজিব উদ্দীন চৌধুরী প্রমুখ।