প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী কাপুর। বলিউডের এ সময়ের প্রথম সারির অভিনেত্রী তিনি। এ অভিনেত্রীর প্রথম ভালোবাসা মা শ্রীদেবী। সেই ভালোবাসা জাহ্নবী এবার প্রকাশ করলেন নিজের শরীরে লিখে। মায়ের হাতের লেখা ট্যাটু করিয়েছেন শরীরে। খবর বাংলানিউজের। ঘুরতে ভালোবাসেন জাহ্নবী কাপুর। কাজের ফাঁকে সময় পেলে পাহাড় নয় সমুদ্র দেখতে বেড়িয়ে পড়েন তিনি। কোনও এক পাহাড়ের কোলে ছুটি কাটাচ্ছেন জাহ্নবী। সেখান থেকেই নিজের হাতে ট্যাটু করিয়ে সারপ্রাইজ দিলেন এই অভিনেত্রী। জাহ্নবীর নতুন ট্যাটুতে লেখা ‘লাভ ইউ লাব্বু’ অর্থাৎ ‘আমি তোমাকে ভালোবাসি লাব্বু’। কে এই লাব্বু? আসলে জাহ্নবীর মা প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী তার বড় মেয়েকে লাব্বু নামেই ডাকতেন। মায়ের স্মৃতিতেই এই ট্যাটু তৈরি করেছেন তিনি। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখেন জাহ্নবী কাপুর। এরপর ‘গুঞ্জন সাঙেনা: দ্য কার্গিল গার্ল’, ‘রুহি’ সিনেমায় অভিনয় করেছেন।