বিস্তীর্ণ মরুভূমি, শঙ্কায় কাটে মন; পিপাসায় স্তব্ধ কন্ঠ, অশেষ বালুকারাশি। অস্থির চলাচল, পাগল প্রায় চাহনি; ঘোর অমানিশায়, কাটে দিবানিশি। মনে হয় নিজেকে, হ্যামিলিন শহরের ইদুর; বাঁশিওয়ালার বাঁশির সূরে, টেনে নিচ্ছে খরস্রোতা নদীতে। নিষ্ঠুর ষোলকলা পূরণে, সংঘবদ্ধ অসুরের দল; সুনিপুণ ষড়যন্ত্রে, ফেলতে চায় সহস্র যোজন গভীর গর্তে। নির্ভরতা নেই, আছে শুধু বঞ্চনার ছাপ; পদে পদে বিপদ, দূর থেকে ভেসে আসে হায়েনার ডাক। বুক দুরুদুরু, মৃত্যুফাঁদ সর্বত্র; তারপরও এগুতে হয়, যতই ঝুঁকি থাক। সৎ সাহস নিয়ে চলি, রাখি অটুট মানব জীবনের সার্থকতা; ভয় করো না হে মানব; এসব হিংস্র জানোয়ারকে। আসুন কাজ করি মানবতার কল্যাণে, সবাইকে সাথে নিয়ে; সৎ ও মানবিক থাকি, ভয় করি শুধু সৃষ্টিকর্তাকে।