নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবা নিয়ে তরুণীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার পৌনে ৪টার দিকে তাদের গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশের একটি টিম।
গ্রেপ্তারকৃতরা হল মো. ওমর ফারুক প্রকাশ ফারুক হোসেন (২১), তানিয়া আক্তার (২১) ও মো. সজীব (১৯)। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন বাকলিয়া থানার ওসি রাশেদুল হক।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ফারুক কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন ছৈনপুর গ্রামের আমির হোসেনের ছেলে। তানিয়া তার স্ত্রী।
তারা বাকলিয়া হাটখোলা স্বপ্ন ম্যানশন নামের একটি ভবনে ভাড়া বাসায় বসবাস করেন। গ্রেপ্তার সজীব নরসিংদী জেলার ভগীরাতপুর গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে। সে ঢাকার ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকায় বসবাস করেন।