হাটহাজারী প্রতিনিধি জানান, মির্জাপুর গ্রামের তাপস দাশগুপ্ত (৬২) গতকাল বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। সকালে তিনি অসুস্থ অনুভব করলে প্রথমে স্থানীয় একটি ক্লিনিক চিকিৎসা দেওয়া হয়। পরে চট্টগ্রামের একটি ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, আত্মীয় স্বজন ও অনেক গুণাগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকালে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় প্রয়াতের অন্ত্যেষ্টিক্রিয়া নিজেদের পারিবারিক শ্মশানে অনুষ্ঠিত হয়।