চট্টগ্রামতো বটেই দেশের ক্রীড়াঙ্গনে তাঁর পদচারণাটা দীর্ঘ দিনের। চট্টগ্রামের ক্রীড়া সংগঠকরা ঢাকায় গিয়ে সুযোগ করতে না পারলেও এক্ষেত্রে ব্যতিক্রম মনজুর আলম মঞ্জু। তিনি দেশের শীর্ষ ক্লাব ঢাকা মোহামেডানের পরিচালক দীর্ঘ দিন ধরে। তাও দেশের শীর্ষ এই ক্লাবটি যখন কঠিন সময় পার করছিল তখন। এছাড়াও ক্লাবটির ফুটবল চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন প্রায় দশ বছর। বর্তমানে তিনি ঢাকা মোহামেডান লিঃ এর পরিচালক এবং হকি কমিটির চেয়ারম্যান। একজন ক্রীড়া সংগঠক হিসেবে তার মুকুটে যোগ হলো নতুন এক পালক। তা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হলেন তিনি। গতকাল অনুষ্ঠিত নির্বাচনে তিনি ঢাকার ক্লাব ক্যাটাগরি-২ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন। যেখানে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দেশের বাঘা বাঘা ক্রীড়া সংগঠকরা। তবে শেষ পর্যন্ত নিজের সাংগঠনিক দক্ষতায় চমক দেখিয়ে বিজয়ী হয়ে বেরিয়ে এলেন মঞ্জু। ঢাকার ক্লাব আসিফ সিফা ক্রিকেট একাডেমির প্রতিনিধি হিসেবে বিসিবির নির্বাচনে অবতীর্ন হয়েছিলেন মঞ্জু।
গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে ক্লাব ক্যাটাগরির ৫৭ জন ভোটারের মধ্যে ৫৬ জন তাদরে ভোটাধিকার প্রয়োগ করে। সেখানে ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মঞ্জু। সর্বাধিক ৫৩ ভোট পেয়ে এই ক্যাটাগরিতে প্রথম হয়েছেন বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া বাকি নির্বাচিতরা হলেন নাজমুল হাসান পাপন, গোলাম মর্তুজা পাপ্পা, এনায়েত হোসেন সিরাজ, ইসমাইল হায়দার মল্লিক, আহমেদ নজিব, ওবায়েদ নিজাম, ফাহিম সিনহা, ইফতিখার রহমান মিঠু, মনজুর কাদের, সালাউদ্দিন চৌধুরী এবং মাহবুব আনাম। দেশের ক্রীড়াঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ মনজুর আলম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিম ম্যানেজম্যান্ট কমিটির সদস্য, ন্যাশনাল উইমেন ফুটবল উইংসের সদস্য, প্রিমিয়ার ডিভিশন লিগ কমিটির সদস্য এবং বাফুফে মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি চট্টগ্রাম মোহামেডানের সহ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থারও কাউন্সিলর মঞ্জু। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রত্যক্ষ কোনো নির্বাচনে চট্টগ্রামের কোন ক্রীড়া সংগঠক নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করলেন। প্রথমবারের মত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়া মঞ্জু চট্টগ্রামের ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চান। পাশাপাশি দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে চান আরো সামনের দিকে। যেহেতু মঞ্জুসহ তিনজন পরিচালক এবার চট্টগ্রামের, তাই এখানকার ক্রিকেটাররা আশার আলো দেখছেন। চট্টগ্রামের ক্রিকেটের হারানো গৌরব ফিরিয়ে আনবে তারা তেমনটা প্রত্যাশা চট্টগ্রামবাসীর।