দ্বিতীয় ধাপে চট্টগ্রামের সীতাকুণ্ড-মিরসরাই ও ফটিকছড়ি উপজেলার ৩৭ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ২৬০ জন প্রার্থী নৌকার মনোনয়ন চান। এরমধ্যে মিরসরাইয়ের ১৪ ইউনিয়নে ১৩০ জন, সীতাকুণ্ডের ৯ ইউনিয়নে ৪০ জন এবং ফটিকছড়ির ১৪ ইউনিয়নে ৯০ জন চেয়ারম্যান প্রার্থী নৌকার মনোনয়ন পেতে চান। প্রত্যেকেই উপজেলা আওয়ামী লীগের কাছে জীবন বৃত্তান্ত, ছবি, আইডি কার্ড জমা দিয়েছেন।
দ্বিতীয় ধাপের আগামী ১১ নভেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে, মিরসরাইয়ে এবং ফটিকছড়িতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে উপজেলা আওয়ামী লীগ থেকে প্রেরিত নামের তালিকা যাচাই-বাছাই করে জেলা কমিটি কেন্দ্রে পাঠিয়ে দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মিরসরাই উপজেলা : উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ নৌকা প্রতীকের জন্য একমাত্র প্রার্থী। এছাড়া বাকী ১৩ টি ইউনিয়নে একের অধিক নেতা নৌকা প্রতীকের জন্য দল থেকে প্রার্থী হয়েছেন। উপজেলার ১নং করেরহাট ইউনিয়ন থেকে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন সুলতান গিয়াস উদ্দিন জসিম, বর্তমান চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, এস.এম আবুল হোসেন, মোহাম্মদ সেলিম, কামরুল হোসেন, জামাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ সালা উদ্দিন, মোহাম্মদ সোয়াইব। ২নং হিঙ্গুলী ইউনিয়ন থেকে সোনা মিয়া, নাসির উদ্দিন হারুন, জয়নাল আবেদীন রানা, মোহাম্মদ হেঞ্জু মিয়া, হায়দার সালাউদ্দিন মাহমুদ, ইফতেখার উদ্দিন ভূঞা, মোশাররফ হোসেন, আলমগীর কবির চৌধুরী। ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন থেকে মোহাম্মদ রেজাউল করিম মাস্টার, আনোয়ার হোসেন ইমন, মো. আবুল কাশেম, ফিরোজ উদ্দিন বাদল, নুর মোহাম্মদ সেলিম, মো. নুরুল হক ভূঁঞা, নিজাম উদ্দিন, প্রসার কান্তি বড়ুয়া, মকসুদ আহাম্মদ চৌধুরী। ৪নং ধুম ইউনিয়ন থেকে মোহাম্মদ জহির উদ্দিন চৌধুরী, আবদুল মোনায়েম খান, বর্তমান চেয়ারম্যান আবুল খায়ের মো. জাহাঙ্গীর, মোহাম্মদ সাইফুদ্দিন চৌধুরী। ৫নং ওচমানপুর ইউনিয়ন থেকে মহি উদ্দিন নিজামী, আশরাফুল্লা চৌধুরী, মো. লেয়াকত আলী, ইকবাল হোসেন লিটন, বর্তমান চেয়ারম্যান মো. মফিজুল হক, মোবারক হোসেন মুন্না, মো. ফারুক বাবুল, মো. মোজাম্মেল হক, মো. শাহ আলম, মোশাররফ হোসেন, মো. রেজাউল করিম, মো. ফরিদুল আলম। ৬নং ইছাখালী ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান নুরুল মোস্তফা, আবুল কাশেম ভূঁইয়া, মোহাম্মদ নুরুল মোস্তফা, সিরাজুল ইসলাম, মেজবাউল আলম, মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ আলী আহম্মদ, আবুল বশর মিয়াজী, এম.এম. নুরুল আবছার, এস.এম. আবু সুফিয়ান। ৭নং কাটাছরা ইউনিয়ন থেকে হাজী আবুল বশর, সাহাদাত হোসেন মনসুর, শফিউল আলম খন্দকার, হাজী মো. আবুল কাশেম, রফিকুজ্জামান, নজরুল ইসলাম, মো. নুর উল্লাহ, নুরুল আবছার, বর্তমান চেয়ারম্যান মো. রেজাউল করিম চৌধুরী। ৮নং দূর্গাপুর ইউনিয়ন থেকে কামরুল আহসান হাবীব, সাইফুল ইসলাম খোকা, বর্তমান চেয়ারম্যান এস.এম. আবু সুফিয়ান বিপ্লব, ফরিদ আহম্মদ আরজু, অণির্বান চৌধুরী রাজিব, নাজিম উদ্দিন রুবেল। ৯নং মিরসরাই ইউনিয়ন থেকে মোহাম্মদ সামছুল আলম দিদার, খাইরুল বাশার ফারুক, রবিউল হোসেন, বর্তমান চেয়ারম্যান এমরান উদ্দিন, এ.এফ.এম. ডা. শহিদুল্ল্যা, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. সাইফুল্ল্যা দিদার, আবদুল্লা আল মামুন।
১০নং মিঠানালা ইউনিয়ন থেকে কাজী জাহাঙ্গীর আলম, মো. ইউনুস মিয়া, মো. শরীফ উল্ল্যাহ, এস.এম. আবু তাহের ভূঞা, বর্তমান চেয়ারম্যান এম.এ কাশেম, বাবুল রায় চৌধুরী, মো. নিজাম উদ্দিন, মো. আবু জাহেদ, শেখ মইনুল হাসান (রাজু), শরীফ উদ্দিন চৌধুরী শোভন, নাজমুল হাসান পিন্টু। ১১নং মঘাদিয়া ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, তোফায়েল উল্যাহ চৌধুরী নাজমুল, মহিউদ্দিন চৌধুরী, মো. নুরুল গনি, শাহীনুল কাদের চৌধুরী, মো. বেলাল উদ্দিন, হারুন অর রশিদ, তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদ, মো. সাইফুল ইসলাম, মিহির কান্তি নাথ, আরিফ মাইন উদ্দিন। ১২নং খইয়াছড়া ইউনিয়ন থেকে আবদুল হাকিম, মাহফুজুল হক জুনু, মাহফুজুল আলম মাহফুজ, এসএম সরওয়ার উদ্দিন, সালাউদ্দিন আহমেদ, খাজা মাঈন উদ্দিন, সাবের আহমেদ নিজামি, বর্তমান চেয়াম্যান জাহেদ ইকবাল চৌধুরী। ১৩নং মায়ানী ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান কবির আহাম্মদ নিজামী, মামুনুর রশিদ, আবু জাফর নিজামী, মো. আলী আকবর, মো. নাসির উদ্দিন, এ.বি.এম একরামুল কিশোর, সঞ্জয় বড়ুয়া, গিয়াস উদ্দিন, আবুল হোসেন বাবুল, শেখ গোলাম সরওয়ার, আবু হেনা বাদশা, ওমর ফারুক। ১৪নং হাইতকান্দি ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, মোশাররফ হোসেন শিমু, নির্মল চন্দ্র নাথ, মুসলিম উদ্দিন, নুরুল আলম, মোহাম্মদ আলাউদ্দিন, আমিনুর রহমান চৌধুরী হারুন। ১৫নং ওয়াহেদপুর ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ। ১৬নং শাহেরখালী ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, মো. হাসান মাহফুজ, মুজাহিদ হোসেন মো. শাহরিয়ার, নুরেরনবী, সরওয়ার হোসেন (রিপন), ফজলুল করিম চৌধুরী।
সীতাকুণ্ড উপজেলা : সীতাকুণ্ডের নয় ইউনিয়নে আওয়ামী লীগের যারা নৌকার মাঝি হতে চান- সৈয়দপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, মোহাম্মদ বেলাল হোসেন, নিজাম উদ্দিন, হারুন উর রশিদ, বারৈয়ারঢালা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, সাইদুল ইসলাম, সাঈদ মিয়া, সিরাজুল ইসলাম, মুরাদপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু, খোরশেদ আলম মেম্বার, সাহাবউদ্দিন, রেজাউল করিম বাহার, সালাহউদ্দিন মান্না। বাড়বকুণ্ড ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজি, মহসিন জাহাঙ্গীর, বাঁশবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, আরিফুল ইসলাম রাজু। কুমিরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, মোহাম্মদ আবদুল মতিন মেম্বার, আলমগীর আলম, জিয়াউল হক বাপ্পি, সোনাইছড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মনির আহমেদ, মোহাম্মদ ইদ্রিস, বেলাল হোসেন, মোহাম্মদ আলাউদ্দিন, সাবেক মেম্বার মোহাম্মদ জসিম উদ্দিন, ভাটিয়ারী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন, খাইরুল আজম জসিম, শামশুল আলম, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আবদুস সালাম ও সাব্বির আহমেদ চৌধুরী, ছলিমপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সালাহউদ্দিন আজিজ, কাজী গোলাম মহিউদ্দিন, এড. ফজলে করিম চৌধুরী নিউটন, ইমাম উদ্দিন ইমু, মাহাবুবুল আলম।
ফটিকছড়ি উপজেলা : উপজেলা আওয়ামী লীগের কাছ থেকে জানা গেছে, মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন- উপজেলার বাগানবাজার ইউনিয়নে ৩ জন, দাঁতমারা ইউনিয়নে ৬জন, নারায়ণহাট ইউনিয়নে ৮জন, হারুয়ালছড়ি ইউনিয়নে ৪জন, পাইন্দং ইউনিয়নে ৮জন, সুন্দরপুর ইউনিয়নে ৮জন, কাঞ্চননগর ইউনিয়নে ৪ জন, লেলাং ইউনিয়নে ৭ জন, রোসাংগিরি ইউনিয়নে ৭জন, বখ্তপুর ইউনিয়নে ৬জন, ধর্মপুর ইউনিয়নে ৫জন, জাফতনগর ইউনিয়নে ৯ জন, আবদুল্লাহপুর ইউনিয়নে ৫জন এবং সমিতিরহাট ইউনিয়নে ১০ জন প্রার্থী।