যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আরিজোনা অঙ্গরাজ্যে মাঝ আকাশে একটি হেলিকপ্টার এবং প্লেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় দু’জন নিহত হয়েছে। চান্ডলার দমকল বিভাগের মুখপাত্র কেইথ ওয়েলচ এক বিবৃতিতে জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার সকালে ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কবলিত ওই প্লেন এবং হেলিকপ্টার উভয়ই ফ্লাইট স্কুলের মাধ্যমে পরিচালিত হচ্ছিল বলে জানিয়েছেন চান্ডলার পুলিশের মুখপাত্র সার্জেন্ট জেসন ম্যাকক্লিমান্স। তিনি সিএনএন-কে জানান, দুর্ঘটনার পর ওই প্লেনটি নিরাপদেই চান্ডলার বিমানবন্দরে অবতরণ করেছে। তবে হেলিকপ্টারের দুই আরোহী দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাকবলিত ওই কপ্টারটি কোয়ান্টাম হেলিকপ্টারের আওতাধীন ছিল। অপরদিকে প্লেনটি পরিচালনার দায়িত্বে ছিল ফ্লাইট অপারেশন্স অ্যাকাডেমি। কেইথ ওয়েলচ সিএনএন-কে জানিয়েছেন, তার অফিসে স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে ফোনকল আসে। এরপরেই তারা দেখতে পান একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এবং মাঠের মধ্যে এতে আগুন ধরে গেছে। দুর্ঘটনায় ওই কপ্টারের দুই যাত্রী নিহত হয়েছে।