ঢাবি খ ইউনিটে চবিতে উপস্থিতি ৮৭ শতাংশ

চ ইউনিটের পরীক্ষা ৯ অক্টোবর

চবি প্রতিনিধি | রবিবার , ৩ অক্টোবর, ২০২১ at ৫:১৯ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের কলা অনুষদের (খ ইউনিট) ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সম্পন্ন হয়েছে। খ ইউনিটে ২ হাজার ৮৫১ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ২ হাজার ৪৭১ জন। উপস্থিতির হার ৮৭ শতাংশ। গতকাল শনিবার চবির কলা ও মানববিদ্যা অনুষদে সকাল ১১টায় খ ইউনিটের পরীক্ষা শুরু হয়ে বেলা সাড়ে ১২টায় শেষ হয়।
প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। চবি উপাচার্য পরীক্ষার হল পরিদর্শন করেছেন। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য আইনশৃংখলা বাহিনী ও প্রক্টরিয়াল বোর্ড কাজ করেছে। জালিয়াতি বা অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি।
আগামী ৯ অক্টোবর চারুকলা (চ ইউনিট) পরীক্ষায় প্রায় ১ হাজার জন, ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদ (গ ইউনিট) পরীক্ষায় ৩ হাজার ৫৫৫ জন, ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদ (ঘ ইউনিট) পরীক্ষায় ৯ হাজার ৮৮০ জন শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেবে।

পূর্ববর্তী নিবন্ধচবির মাস্টার প্ল্যান বাস্তবায়নে সহযোগিতা চান উপাচার্য
পরবর্তী নিবন্ধবিতর্কিত বক্তা মুফতি ইব্রাহীম কারাগারে