চবির মাস্টার প্ল্যান বাস্তবায়নে সহযোগিতা চান উপাচার্য

চবি করোনা টেস্ট ল্যাবকে অ্যালামনাইয়ের পিসিআর মেশিন প্রদান

আজাদী ডেস্ক | রবিবার , ৩ অক্টোবর, ২০২১ at ৫:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেছেন, বিশ্ববিদ্যালয় মাস্টার প্ল্যান এখনও ইউজিসিতে পড়ে আছে। প্রশাসনে উচ্চ পর্যায়ে নিয়োজিত অ্যালামনাইরা চাইলে দ্রুত ডিপিপি করে অনুমোদনে সহযোগিতা করতে পারেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করোনা টেস্ট ল্যাবকে আরটি-পিসিআর মেশিন প্রদান উপলক্ষে গতকাল শনিবার চট্টগ্রাম ওয়ার্ড ট্রেড সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপাচার্য অ্যালামনাই এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষকও। তিনি বলেন, অ্যালামনাই এসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের অবিচ্ছেদ্য অংশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট নির্বাচনে ২৮ বছরের অচলাবস্থা নিরসনে রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট নিবন্ধন করে দ্রুত নির্বাচনের ঘোষণা দেন।
এর আগে বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনভেনশন হলে অ্যালামনাই এসোসিয়েশনের ১১তম কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রাক্তন মুখ্য সচিব মো. আবদুল করিম।
আলোচনায় অংশ নেন মো. আবুল কদর, এস এম জাকির হোসেন মিজান, ভিপি নাজিম উদ্দিন, কাজী ইমাম বিলু, সৈয়দ ছগীর আহমদ, মনসুরুল আমিন চৌধুরী, রাশেদ মনোয়ার, মো. নাছির উদ্দিন চৌধুরী, জাফর আলম, সাইফুদ্দিন শাকী, প্রফেসর ড. ফরিদ উদ্দিন মারুফ. আহম্মেদ মনসুর, দাউদ আব্দুল্লাহ লিটন, মজুমদার মোহাম্মদ শাহীন, ফখরুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, প্রফেসর আবু নোমান ও মোহাম্মদ ইউছুপ।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে ইউএনওর অভিযানে বন্ধ হলো বাল্যবিয়ে
পরবর্তী নিবন্ধঢাবি খ ইউনিটে চবিতে উপস্থিতি ৮৭ শতাংশ