১৮৮৭ সালে ভ্যাঙ্কুভারের সমুদ্রসৈকতে হেঁটে বেড়াচ্ছিলেন এক নারী। এ সময় ঝোপের মধ্যে মানুষের কাটা পা দেখতে পান তিনি। জুতার ভেতর যেন সযত্নে রাখা ছিল ওই পা। সেই থেকেই ওই জায়গার নাম হয়ে যায় লেগ ইন বুট স্কোয়ার। সেই ঘটনায় তাৎক্ষণিক চাঞ্চল্য তৈরি হলেও মানুষের মনে দীর্ঘস্থায়ী ছাপ রাখেনি তা। কিন্তু ১৯১৪ সালে আবারও একই ঘটনা ঘটে।
আবারও জুতার ভেতর মানুষের পা উদ্ধার হয়। এভাবে একের পর এক জুতোসহ মানুষের পা উদ্ধার হয় ব্রিটিশ কলম্বিয়ার সমুদ্রসৈকত থেকে। এতগুলো মানুষের পা উদ্ধারের ঘটনা স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে। ২০০৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত এরকম ২১টি পা উদ্ধার হয়েছে। শেষ বার উদ্ধার হয়েছিল ওয়াশিংটনের জেটি আইল্যান্ড থেকে। এই উদ্ধার হওয়া দেহাংশগুলো কাদের, কিছু ক্ষেত্রে তার খোঁজ মিললেও বেশির ভাগের কোনো খোঁজ পাওয়া যায়নি। যেমন, ২০১৯ সালে উদ্ধার হওয়া কাটা পা’টি অ্যান্টোনিও নেইল নামে এক ব্যক্তির। তিনি ২০১৬ সাল থেকে নিখোঁজ ছিলেন।












