বুয়েটের বিশেষজ্ঞ দল আসছে ৯ অক্টোবর

কালুরঘাট সেতু

আজাদী প্রতিবেদন | শনিবার , ২ অক্টোবর, ২০২১ at ৫:০৫ পূর্বাহ্ণ

অবশেষে শতবর্ষী জরাজীর্ণ কালুরঘাট সেতু মেরামতের কৌশল নির্ধারণে আগামী ৯ অক্টোবর বুয়েটের বিশেষজ্ঞ টিমের সদস্যরা সরেজমিনে পরির্দশনে আসছেন। গত ৩ সেপ্টেম্বর বুয়েটের বিশেষজ্ঞ টিমের সদস্যরা কালুরঘাট সেতু পরিদর্শনে আসার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেতু পরির্দশনের শিডিউল বাতিল করে বুয়েটের
বিশেষজ্ঞ দল। পুনরায় আগামী ৯ অক্টোবর পরিদর্শনের সময় নির্ধারণ করেছেন বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সেতু) আহসান জাবির।
উল্লেখ্য, শতবর্ষী কালুঘাট সেতুটি একেবারেই নড়বড়ে হয়ে পড়েছে। সহসা নতুন সেতু হওয়ার সম্ভাবনাও কম। তাই রেল কর্তৃপক্ষ জরাজীর্ণ এই সেতু দিয়ে কীভাবে ট্রেন চলাচল করবে তা জানতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটের) দ্বারস্থ হয়েছিল। বুয়েটকে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের জন্য প্রস্তাবনা দেয়া হয়। বুয়েটের পক্ষ থেকে তাতে সম্মতি দেয়া হয়। বুয়েটের সম্মতি পাওয়ার পর তাদেরকে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করে অফিসিয়ালি চিঠি দেয়া হয়। তারই প্রেক্ষিতে দফায় দফায় আলোচনার পর বুয়েটের বিশেষজ্ঞ দল সেতু পরিদর্শনে আসছে। প্রথম দফায় সময় দিয়েও তারা আসতে পারেননি। এখন পুনরায় সময় নির্ধারণ করা হয়েছে ৯ অক্টোবর। বুয়েটের বিশেষজ্ঞ দল সরেজমিনে সেতু পরির্দশনের পর যেভাবে পরামর্শ দেবে-সেইভাবে কাজ শুরু হবে বলে জানান অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ব্রিজ) আহসান জাবির। তিনি জানান তাদের (বুয়েটের) পর্রামশের উপর ভিত্তি করে আমরা টেন্ডার আহ্বান করবো। তারপর কাজ শুরু করবো।
রেল ভবনের একটি সূত্র জানায়, কালুরঘাট নতুন সেতুর নির্মাণ কাজ শুরু হতে আরো অনেক সময় লাগবে। কবে নাগাদ সেতুর কাজ শুরু হবে তা এখনো নিশ্চিত নয়। অর্থের যোগান না হওয়ায় এখনো প্রকল্পটি একনেকে অনুমোদন পায়নি।

পূর্ববর্তী নিবন্ধজয় দিয়েই শুরু সাফ মিশন
পরবর্তী নিবন্ধআবারও বাড়ছে পেঁয়াজের ঝাঁজ