উন্মুক্ত নালা নর্দমায় স্থাপনে এক ট্রাক স্ল্যাব দিলেন মনজুর আলম

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১ অক্টোবর, ২০২১ at ৫:৪৮ পূর্বাহ্ণ

জরুরি ভিত্তিতে নগরের উন্মুক্ত নালা নর্দমায় স্থাপনের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) এক ট্রাক স্ল্যাব দিয়েছেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। গতকাল বৃহস্পতিবার দুপুরে টাইগারপাসস্থ নগর ভবনে মেয়র রেজাউল করিম চৌধুরীর নিকট স্ল্যাবগুলো হস্তান্তর করেন তিনি। সিটি মেয়র মনজুর আলমকে ধন্যবাদ জানিয়ে নগর উন্নয়নে পাশে থাকার আহবান জানান।
সাবেক মেয়র তার ব্যক্তিগত প্রতিষ্ঠান মোস্তফা হাকিম গ্রুপের পক্ষ থেকে স্ল্যাবগুলো প্রদান করেন। এ সময় ভবিষ্যতেও সিটি কর্পোরেশনের যে কোন উন্নয়ন কর্মকান্ডে সার্বিক সহযোগিতাও পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেন। মনজুর আলম উন্মুক্ত নালা-নর্দমায় ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেন এবং জরুরি ভিত্তিতে এই সমস্ত উন্মুক্ত নালা নর্দমার উপর স্ল্যাব স্থাপন করার জন্য মেয়রের প্রতি অনুরোধ করেন। তিনি চট্টগ্রমের সকল সেবা সংস্থাকে একযোগে নগর উন্নয়নে কাজ করারও আহ্বান করেন। যাতে করে ভবিষ্যতে নগরবাসীর জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল আলম, মোস্তফা হাকিম গ্রুপের নির্বাহী পরিচালক শামসুদ্দোহা, মেয়রের একান্ত সচিব আবুল হাসেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ন কবির চৌধুরী, তত্বাবধায়ক প্রকৌশলী যান্ত্রিক সুদীপ বসাক, উপ-প্রধান পরিছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম।

পূর্ববর্তী নিবন্ধহালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতাল আগামী সপ্তাহেই সরছে প্রশাসনিক ব্লক