ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় বিদ্যালয়ে তাণ্ডব

ছাত্রকে বেধড়ক পিটুনি, চার বখাটে গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ১ অক্টোবর, ২০২১ at ৫:৩৫ পূর্বাহ্ণ

কঙবাজারের চকরিয়ার পালাকাটা উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে উত্যক্তের প্রতিবাদ করায় ক্লাস চলাকালীন বিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালানোর ঘটনা ঘটেছে। এ সময় প্রতিবাদকারী একই ক্লাসের ফরহাদুল ইসলাম (১৬) নামের অপর এক শিক্ষার্থীকে বেধড়ক পিটানো হয়। এ সময় তার দুটি দাত ভেঙে যায় এবং পিটের হাঁড়েও আঘাত লাগে।
এ ঘটনায় জড়িত থাকার দায়ে বিদ্যালয় কর্তৃপক্ষ চার বখাটে কিশোর-যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আহত শিক্ষার্থী ফরহাদুল ইসলামকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ ও পরে কঙবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।
ফরহাদ চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনা গ্রামের লবণ ব্যবসায়ী নুরুল আমিনের পুত্র। ফরহাদের মা বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছেন থানায়। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে চার বখাটেকে গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়। এ সময় তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত। এর আগে গত বুধবার দুপুরে বিদ্যালয়ে এই হামলার ঘটনাটি ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলো- চকরিয়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ওবাইদুল হাকিমের মোহাম্মদ জিহাদ (১৮) ও রহমত আলীর ছেলে সওকত ওসমান (২২), চিরিঙ্গা ইউনিয়নের মধ্যম বুড়িপুকুরের আনোয়ার মিয়ার ছেলে আশরাফ হোছেন আনাছ (১৭), মৃত নুর মোহাম্মদের ছেলে আবদুল্লাহ আল রাকিব (১৪) ও মনছুর আলমের ছেলে পলাতক সাইমুন ইসলাম (২০)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমসহ শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্র দশম শ্রেণীর ছাত্রীকে উত্যক্ত করে। বিষয়টি ক্লাস বন্ধুদের জানালে তারা উত্যক্তকারী নবম শ্রেণীর ছাত্রকে চড়-থাপ্পড় দেয়। এই ঘটনার পর উত্যক্তকারী ছাত্র মোবাইল ফোনে একদল বখাটে কিশোর-যুবককে ডেকে নিয়ে এসে বিদ্যালয়ে তাণ্ডব চালায়। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে তারা মারধরও করে। এ সময় এগিয়ে গেলে দশম শ্রেণীর শিক্ষার্থী ফরহাদকে বেধড়ক পেটায়। খবর পেয়ে চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বিদ্যালয়ে গিয়ে কর্তৃপক্ষের সহযোগিতায় ঘটনায় জড়িত চার বখাটে কিশোর-যুবককে আটক করেন।
থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, এ ঘটনায় গুরুতর আহত দশম শ্রেণীর ছাত্রের মা বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা রুজু করেছেন। তন্মধ্যে চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকালুরঘাট ব্রিজের উপর ট্রেন লাইনচ্যুত, ভাগ্যক্রমে রক্ষা
পরবর্তী নিবন্ধচসিক-সিডিএর রশি টানাটানিতে বিব্রত আওয়ামী লীগ