মানুষ সামাজিক জীব। প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না। মানুষ এবং প্রাণীর মধ্যে পার্থক্য হলো প্রাণীর বোধশক্তি নেই। মানুষের মধ্যে বোধশক্তি আছে। মানুষকে সৃষ্টির সেরা জীব বলে আখ্যায়িত করা হয়েছে। আমরা তাই সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে পথ চলতে পারি। মানুষের দ্বারাই এই সমাজকে সুন্দরতম করে তৈরি করা সম্ভব। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া একান্ত আবশ্যক। সবার মধ্যে যদি যথাযথ ভাবে শিক্ষা এবং জ্ঞানের আলো বিদ্যমান থাকে তবে আমাদের সমাজ তথা দেশ অনেক দূর এগিয়ে যাবে বলে বিশ্বাস করি। অন্যের ভালো কাজের প্রশংসা করুন। মন্দ কাজের সমালোচনা থেকে বিরত থাকতে হবে। মন্দ কাজ না করার পরামর্শ দিন। জীবন মৃত্যুর মাঝামাঝি সময়ে আমরা বেঁচে থাকার সুদৃঢ় প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাই। এই যে জীবনের দীর্ঘ পথচলা শুরু হয় তা শেষ হয় একমাত্র মৃত্যু দিয়ে। আমরা লক্ষ্য স্থির করে ভালো কাজ করে গেলে সাফল্যের স্বর্ণশিখরে আরোহণ করতে পারব। মানুষ হিসেবে সর্বদা আমাদের বোধশক্তি জাগ্রত রাখতে হবে। আমার চারপাশের মানুষকে সুখী রাখার দায়িত্ব নিতে হবে। পরিবার থেকে সমাজ সৃষ্টি, সমাজ থেকে দেশ। মানসিকভাবে উদার হতে হবে। প্রকৃতির প্রতিটি স্তর থেকে শিক্ষা গ্রহণ করার মানসিকতা তৈরি করতে হবে। শুধু নিজেকে নিয়ে না ভেবে অন্যের জন্য জন্য কিছু করার চেষ্টা অন্তরে ধারণ করতে হবে। অহংকার পরিত্যাগ করতে হবে। আমরা তখনই বেশি সুখী যখন আমার চারপাশের মানুষ সুখী। অপরকে সম্মান করলে আপনি নিজেও সম্মানিত হবেন তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। তাই সবসময় নিজের চেতনাকে উদার এবং পরিচ্ছন্ন রাখুন দেখবেন আপনার মনের মধ্যে অপরিমেয় সুখ অনুভব হচ্ছে। যেকোনো সম্পর্কে শ্রদ্ধাবোধ জাগ্রত রাখতে হবে। আমরা বেশি আধুনিক হতে গিয়ে এই শ্রদ্ধা সম্মান করার বিষয়টি খুব একটা গুরুত্ব দিচ্ছি না বলেই নানারকম অশান্তির মধ্যে পতিত হই। হাসিমুখে সবার সাথে বাক্যালাপ করুন নিজে প্রচণ্ড রকমের প্রশান্তি পাবেন। ভালো থাকতে সবাই চাই। কিন্তু ভালো থাকার উপায়গুলো অনুশীলন করি না। তাই দুঃখ কষ্ট আমাদের পিছু ছাড়ে না। আসুন পারস্পরিক শ্রদ্ধা বোধ জাগ্রত রেখে আমরা একটি সুন্দর পৃথিবী বিনির্মাণে বীরদর্পে এগিয়ে যাই।