মহামারি করোনাতে যখন পুরো পৃথিবী থেমে গেছে। তখন পুরো পৃথিবীর অর্থনৈতিক চাকাও বন্ধ হয়ে গেছে। একই অবস্থা বাংলাদেশের ক্ষেত্রেও ঘটেছে। কিন্তু থেমে নেই শুধু নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্রের। এভাবে করোনার মহামারিতে দেশের সব অর্থনৈতিক খাতগুলোতে ধসে পড়লো, তখনই এই রকম আকাশচুম্বী দাম হয়ে গেলো পণ্যদ্রব্যের। আর এটাতে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে সাধারণ জনগণের। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) সর্বশেষ জরিপ অনুযায়ী দেশে দারিদ্র্যের হার বেড়ে ৪২ শতাংশে দাঁড়িয়েছে, যা সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে (হায়েস) ২০১৬-এর চূড়ান্ত রিপোর্টে (মে ২০১৯) দাঁড়িয়েছিল ২১ দশমিক ৮ শতাংশে। আর গ্রামীণ এলাকায় ৩৫% লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে। তাহলে এই লোকগুলোর জীবনযাত্রার মান এই করোনার মধ্যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। তাদের পেটে প্রতিদিন তিন বেলার মধ্যে দুই বা এক বেলা খাবার জুটছে কিনা তা এখন বড় চ্যালেঞ্জ। তাই যত দ্রুত সম্ভব কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়ে এই আকাশচুম্বী, অযৌক্তিক দাম কমিয়ে সাধারণ জনগণকে জীবন যাপন করতে দেওয়া প্রয়োজন।
মাজহারুল ইসলাম শামীম
শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়।