মানুষের সবটাই নির্ভর করে যার যার মানসিকতার উপর

রেহেনা আকতার | সোমবার , ২৭ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০১ পূর্বাহ্ণ

পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি জঘন্য, নগন্য কিংবা বরেণ্য নয় বরং সবটাই নির্ভর করে যার যার মানসিকতার উপর। প্রথম সাক্ষাতের নমনীয়তা, শ্রুতিকটুত্ব বা লোকশ্রুতির ভিত্তি সত্ত্বেও অনেক সময় দেখা যায়, ভিন্ন ভিন্ন মানুষ সম্পর্কে আমাদের মনে ভিন্ন ভিন্ন ভাবোদ্রেক হয়।
আসলে আমরা যার সম্পর্কে যেমন ধারণা মনে পোষণ করি তেমনি করেই তাকে দেখতে পাই। আর নিজের মাঝে সেই বিশ্বাসকে ধারণ করে একে অপরের নামে যশোগান বা কুৎসা রটাতেও এতটুকু আমাদের বিবেকে বাঁধে না। আবার এমনও দেখা যায়, নিজের খুব স্নেহের, ভালোবাসার, শ্রদ্ধার কোনো মানুষ যদি চোখের সামনেও কোনো প্রকার অশোভনীয় আচরণ কিংবা ক্ষমার অযোগ্য অপরাধও করে বসে, তারপরও আমাদের মন মানতে রাজী নয় প্রিয় মানুষটিকে সেভাবে ভাবতে বা মেনে নিতে। কারণ- হয়তো সেই মানুষটি আমাদের আত্মার আত্মীয় ও রক্তের বন্ধন বলে, এবং তার প্রতি লালিত দীর্ঘ দিনের সেই বিশ্বাসের জোর। আর তাই সবকিছু জেনেও মন না বুঝার ভানে বার বার আবেগের খরস্রোতে তলাতে বাধ্য হয়। একইভাবে, কোনো অপ্রিয় ব্যক্তি দ্বারা মহা কল্যাণকর কিছু সাধিত হয়েছে জেনেও আমরা তা মানতে নারাজ। আর এ ধারা পৃথিবীর আদিলগ্ন হতে ছিলো, আছে এবং শেষ অবধি অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপূজোর গন্ধ এসেছে
পরবর্তী নিবন্ধউপহাস নয় ভালোবাসুন