৩৩ হাজার কেভি বিদ্যুৎবাহী টাওয়ারটির অবস্থান দক্ষিণ রাউজানের পটিয়াপাড়ার দরবারে জালালীয়া সড়ক মুখের একটি বাড়ির ভিতর। লতাপাতার মধ্যে লুকিয়ে থাকা এই বিদ্যুৎ টাওয়ারটি এখন মরণ ফাঁদ। স্থানীয়রা জানিয়েছেন, অনেকদিন পর্যন্ত উচ্চ ক্ষমতার বিদ্যুৎবাহী টাওয়ারটি কাছে যায় না কেউ। কিছুদিন আগে একটি কুকুর টাওয়ারের কাছে গেলে কুকুরটি প্রচণ্ড চিৎকার করে আহত অবস্থায় পালিয়ে প্রাণ বাঁচায়। এলাকার মানুষ মনে করছেন টাওয়ারটিতে জড়িয়ে থাকা লতাপাতাও বিদ্যুৎবাহী হয়ে পড়েছে। অতিদ্রুত টাওয়ারটি লতাপাতামুক্ত করা না হলে যেকোনো সময় প্রাণহানীর মত ঘটনা ঘটতে পারে।