রাউজান পৌর এলাকার ৫ নং ওয়ার্ড থেকে মাদক বিক্রির দায়ে পুলিশ হরিপদ দম্পতিকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার দুপুরে আটক দুজনকে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে রাউজান থানা পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার রাতে স্থানীয় জনসাধারণের সহায়তায় ১২০ লিটার পাহাড়ী চোলাই মদসহ স্বামী-স্ত্রী দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
রাউজান থানা সূত্র জানায়, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জলদাশ পাড়ার প্রয়াত সুনিল দাশের ছেলে প্রতিবন্ধী হরিপদসহ তার স্ত্রী রত্না দাস নিজেদের বসতঘরে পাহাড়ী চোলাই মদ এনে বিক্রি করতেন। মাদক ব্যবসায়ে জড়িত থাকায় গত কয়েকমাস আগেও একবার হরিপদকে গ্রেপ্তার করা হয়েছিল। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন গ্রেফতারের বিষয়টি স্বীকার করেছেন।












