চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি, খোলা আকাশের নিচে শুকানো ও বাজারজাতকরণের দায়ে ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার নাম মো. জসিম উদ্দিন।
আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
জানা যায়, উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় জসিম উদ্দিন নামে ওই ব্যক্তি বিএসটিআই-এর অনুমোদন ছাড়া দীর্ঘদিন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য চিপস তৈরি করে বাজারজাত করছিল।
এ সংবাদ গোপন সূত্রে পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন আজ বৃহস্পতিবার দুপুরে অভিযান চালান।
এসময় বিপুল পরিমাণ চিপস তৈরি করে তা অস্বাস্থ্যকর পরিবেশে খোলা আকাশের নিচে শুকাতে দেয়ার বিষয়টি দেখতে পেয়ে তিনি তৎক্ষণাৎ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চিপস তৈরির সাথে জড়িত মো. জসিম উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি করার বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করি। সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে খোলা আকাশের নিচে বিপুল পরিমাণ চিপস শুকাতে দেয়া এবং বাজারজাত করার বিষয়ে সত্যতা পাই। এসময় চিপস তৈরির সাথে জড়িত উপজেলার দক্ষিণ জোয়ারা এলাকার মো. জসিম উদ্দীনকে ভোক্তা অধিকার আইনের ৫২ ধারা মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি শুকাতে দেয়া চিপসগুলো জব্দ করে তা নষ্ট করা হয়।”
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।