পটিয়ার আমির ভান্ডারে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল

| বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২১ at ১১:৩১ পূর্বাহ্ণ

পটিয়ায় আমির ভান্ডার দরবারে শাহসূফী সৈয়দ মুহাম্মদ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারীর ওরশ উপলক্ষে আন্‌জুমানে রহমানিয়া সৈয়দিয়া আমির ভান্ডারী কেন্দ্রীয় পর্ষদের ব্যবস্থাপনায় পবিত্র মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ মুহাম্মদ শহিদ শাহ আমির ভান্ডারী।
বক্তব্য রাখেন আল্লামা জাহাঙ্গীর আলম আল কাদেরী, আল্লামা মঈনুদ্দিন খান মামুন আল কাদেরী ও আল্লামা ইলিয়াস আমিরী। উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন, আহমদ কোম্পানী, তাহের আহমদ, নাছির আহমদ, আনোয়ার ভান্ডারী, এম হাসান রেজা আমিরী, দিদারুল আলম ভান্ডারী, তৌহিদুল ইসলাম, মুহাম্মদ ইদ্রিস, মুহাম্মদ বেলাল, জিয়া উদ্দীন, রফিক হোসাইন পাহেল, জুয়েল ভান্ডারী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৃক্ষ রোপণের মাধ্যমে দেশকে সবুজ বেষ্টনিতে রূপান্তর করতে হবে
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ