বৃক্ষ রোপণের মাধ্যমে দেশকে সবুজ বেষ্টনিতে রূপান্তর করতে হবে

চারা বিতরণকালে হুইপ সামশুল হক

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২১ at ১১:৩১ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে আজ বিশ্বের প্রাকৃতিক পরিবেশ হুমকির মধ্য পড়েছে। এ হুমকি মোকাবেলায় বৃক্ষ রোপণের মাধ্যমে দেশকে সবুজ বেষ্টনিতে রূপান্তর করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব জলবায়ু সম্মেলনসহ দেশ বিদেশে এ হুমকি মোকাবেলায় বিশ্ব নেতৃবৃন্দসহ দেশবাসীকে সতর্ক হতে পরামর্শ দিয়েছেন। তিনি দেশ-বিদেশে জলবায়ু হুমকি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে কাজ করছেন।হুইপ দেশের প্রাকৃতিক ফুসফুস খ্যাত বনভূমি রক্ষার পাশাপাশি তিনি সবাইকে ফলজ বনজ ও ঔষধি বৃক্ষ লাগানোর আহবান জানান।তিনি গতকাল বুধবার জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে দক্ষিণ বনবিভাগ পটিয়া রেঞ্জ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানের পূর্বে তিনি চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ কার্যালয়ে সামনে একটি গাছের চারা রোপন করেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌরসভা মেয়র মো. আইয়ুব বাবুল। স্বাগত বক্তব্য রাখেন পটিয়া বনরেঞ্জ কর্মকর্তা রিটা আকতার। হুইপের বনবিভাগ সমন্বয়ক জিতেন কান্তি গুহের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন, পৌরসভা আ.লীগ সভাপতি আলমগীর আলম, সাধারন সম্পাদক এমএনএ নাছির, পৌর কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাজমুল সাকের ছিদ্দিকী, মেম্বার সমিতির সভাপতি শহিদুল ইসলাম জুলু, সাধারন সম্পাদক সৈয়দ জাবেদ সরোয়ার প্রমুখ।পরে প্রধান অতিথি পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী-পুরুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধবিজয়কেতন স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ
পরবর্তী নিবন্ধপটিয়ার আমির ভান্ডারে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল