নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬৯.৩৪ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে ৪৩ জন। নির্বাচন না করেই চেয়ারম্যান পদে অভিষিক্ত হওয়া এই নির্বাচনকে ম্লান করে দিয়েছে। অন্যদিকে ৯টা পৌরসভায় তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন। নির্বাচনে সহিংসতা, ভোটের প্রতি আস্থাহীনতা- এমন সব সমস্যার সমাধানের জন্য ‘রাজনৈতিক সমঝোতা’র উপর জোর দেন মাহবুব তালুকদার। খবর বিডিনিউজের।
কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশনে ভিন্নমত পোষণের জন্য আলোচিত এই নির্বাচন কমিশনার সামপ্রতিক পৌরসভা ও ইউপি নির্বাচন নিয়ে এই প্রতিক্রিয়া জানান। গতকাল বুধবার বিকালে নির্বাচন ভবনে নিজের দপ্তরে আগের মতোই লিখিত একটি বক্তব্য সাংবাদিকদের পড়ে শোনান কথাসাহিত্যিক মাহবুব তালুকদার, যার শিরোনাম ছিল ‘পৌরসভা ও ইউপি নির্বাচন সম্পর্কে- আমার কথা’। তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের জন্য নির্বাচনে বহুদলের অংশগ্রহণ একান্ত প্রয়োজন। প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের কারণ বিশ্লেষণ করে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ অনিবার্য।
ভোটারদের নির্বাচন বিমুখতাও আমার কাছে গণতন্ত্রের জন্য অশনিসংকেত মনে হয়। এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচন ব্যবস্থাপনা জড়িত। এই অবস্থা থেকে উত্তরণ সার্বিকভাবে নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে না। রাজনৈতিক সমঝোতা ব্যতীত এই অবস্থার পরিবর্তন সম্ভব নয়। নূরুল হুদা বিদেশে থাকায় এই সময়ে ৬ দিনের জন্য ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মাহবুব তালুকদার। ভোটের সহিংসতায় কয়েকজনের মৃত্যু এবং বিরোধীদের অনেক অভিযোগের প্রতিক্রিয়ায় মাহবুব তালুকদার বলেন, এহেন সংক্ষিপ্ত সময়ে আকস্মিকভাবে নির্বাচনী ব্যবস্থাপনার পরিবর্তন সাধন সম্ভব নয়।