যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস আফগানিস্তানে ব্রিটিশ বাহিনীর সঙ্গে কাজ করা আড়াইশ’র বেশি দোভাষীর ইমেইল ঠিকানাসহ অন্যান্য তথ্য ফাঁসের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। যুক্তরাজ্যে আশ্রয় নিতে চাওয়া ওই আফগান দোভাষীদের অনেকেই এখনও পালিয়ে বেড়াচ্ছেন। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক ইমেইলে ‘ভুলবশত’ তাদের সবার ইমেইল ঠিকানা কপি করে বসানো হয়েছিল। খবর বিডিনিউজের।
এর ফলে পাঠানো ইমেইলটির সব প্রাপকরাই দোভাষীদের সবার ইমেইল ঠিকানা, সেখানে থাকা নাম ও কারও কারও ছবিও দেখতে পাবেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে এক বিবৃতিতে এই ‘ভুলের’ জন্য ক্ষমা চেয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইমেইলটি পাঠানো হয়েছে সেইসব দোভাষীদের, যারা এখনো হয় আফগানিস্তানে আছেন, বা অন্য কোনো দেশে চলে যেতে সক্ষম হয়েছেন।