চট্টগ্রামে প্রথম স্মার্ট হাব কনসেপ্টের যাত্রা শুরু করল সিপিডিএল

| বুধবার , ২২ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৫২ পূর্বাহ্ণ

ইনোভেটিভ আইডিয়ার পথিকৃৎ সিপিডিএল চট্টগ্রামে প্রথমবারের মত নির্মাণ করেছে সুসজ্জিত ‘স্মার্ট হাব’। গতানুগতিক ধারার বাইরে চট্টগ্রাম তথা দেশের আবাসন শিল্পে সম্পূর্ণ নতুন ও ভিন্ন মাত্রার প্রকল্প গড়ার প্রত্যয় নিয়ে নির্মিত এই স্মার্ট হাব। নগরীর খুলশী এলাকায় রহিম’স প্লাজা ডি সিপিডিএল ভবনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে স্মার্ট হাবের যাত্রা লগ্নের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল মালেক হাউজিং সোসাইটির সভাপতি রইচ আহমদসহ কর্মকর্তাবৃন্দ, ডিসেন্স আর্কিটেক্ট এর ম্যানেজিং পার্টনার তামজিদুল ইসলাম এবং সিপিডিএল পরিবারের কর্মকর্তাবৃন্দ। খুলশী জাকির হোসেন রোডের আকর্ষণীয় লোকেশনে নির্মিত ‘রহিম’স প্লাজা ডি সিপিডিএল’ এর ১৬ তলা ভবনের ৬ষ্ঠ তলার পুরো ফ্লোর জুড়ে গড়ে উঠছে স্মার্ট হাব। ব্যক্তি পর্যায়ের উদ্যোক্তা, স্থানীয় ও মাল্টিন্যাশনাল কোম্পানি সমূহের লিয়াজোঁ অফিস, বিনিয়োগকারী ও আগ্রহী ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এ স্মার্ট অফিস তৈরি করা হয়েছে। এতে অফিসের প্রয়োজনীয় সব সুবিধা মিলবে হাত বাড়ালেই।
স্মার্ট হাব’র ধারণা সম্পর্কে সিপিডিএল কর্তৃপক্ষ জানায়, একটি অফিস সাধারণত বেসিক সিটিং স্পেসের পাশাপাশি রিসিপশন, কনফারেন্স, ওয়েটিং লাউঞ্জ ইত্যাদির সমন্বয়ে গড়ে উঠে। যার পুরোটা সবসময়ই হয়তো ব্যবহার হয় না। অফিসের একটা বড় অংশ কনফারেন্স বা মিটিংরুম দখল করে রাখলেও সবসময় মিটিং হয় না। উক্ত স্থানের ব্যবস্থাপনায় আলাদা করে লোকবলও নিয়োগ দিতে হয় বলে ব্যবসায়ের খরচও অনেক বেড়ে যায় এতে। কিন্তু একটি স্মার্ট হাবের মূল অংশটি শুধুমাত্র কর্মকর্তাদের বসার স্থান নিয়ে গড়ে উঠে। উল্লিখিত আনুষঙ্গিক স্থান সমূহ অংশীদার ভিত্তিতে সময় ও প্রয়োজন সাপেক্ষে ব্যবহৃত হয়। ফলে যতটুকু প্রয়োজন ততটুকু স্পেস নিয়েই গড়ে উঠে অফিসটি। পরিচালন ব্যয় সকলের মাঝে আনুপাতিক হারে বণ্টিত হওয়ার ফলে ব্যয় হ্রাস ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রার্থীদের প্রচারণা শুরু
পরবর্তী নিবন্ধমানবিক লায়ন সদস্যরা সামর্থ্যের সবটুকু দিয়েই কাজ করে যাচ্ছেন