চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো বিমানে আসা ৬৫৭ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার সুমন চাকমা বলেন, সুনামগঞ্জের সাইফ উদ্দিন নামের এক প্রবাসী নামে সংযুক্ত আরব আমিরাত থেকে গত ৭ সেপ্টেম্বর বিজি-১৪৮ নামের একটি কার্গো বিমানে করে একটি ব্যাগেজ আসে। নিয়ম অনুযায়ী কায়িক পরীক্ষায় গেলে ওই ব্যাগেজ থেকে ইজি ও মন্ড ব্র্যান্ডের ৬৫৭ কার্টনে মোট এক লাখ ৩১ হাজার ৪০০ শলাকা বিদেশি সিগারেট পাওয়া যায়। জব্দকৃত সিগারেটের আনুমানিক মূল্য ১৯ লাখ টাকা। সিগারেট যেহেতু শর্ত সাপেক্ষে আমদানিযোগ্য পণ্য। তাই ব্যাগেজে করে এসব পণ্য আমদানির কোন সুযোগ নেই।