সঞ্চয়পত্রের মুনাফা কমে গেলে অবসরপ্রাপ্ত কর্মজীবীদের সামাজিক নিরাপত্তা হুমকিতে পড়বে বলে মনে করছেন উন্নয়নকর্মী আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, আমাদের দেশের মোট কর্মজীবীর ৫ শতাংশও সরকারি নন। ৯৫ শতাংশই বেসরকারি। অবসরকালীন সারাজীবনের সঞ্চয়গুলো দিয়ে তারা সঞ্চয়পত্র কিনেন। এসব সঞ্চয়পত্রের বিপরীতে প্রাপ্ত মুনাফা দিয়ে তারা মৌলিক চাহিদাগুলো পূরণ করেন। এখন সঞ্চয়পত্রের মুনাফা কমে গেলে তারা আর্থিক অনটনে পড়বেন। শুধুু নির্দিষ্ট ব্যক্তির সমস্যা তৈরি হবে তা কিন্তু নয়। তার উপর নির্ভরশীল পরিবারের অন্য সদস্যরাও বিপাকে পড়বেন। বিশেষ করে যাদের কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তান রয়েছে তারা বেকায়দায় পড়বেন বেশি। এতে সামাজিক কলহও বাড়বে।
তিনি বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মজীবীদের জন্য সামাজিক নিরাপত্তার কিছু পদক্ষেপ রয়েছে। তাদের পেনশনের সুযোগ রয়েছে। কিন্তু বেসরকারি কর্মজীবীদের সেই সুযোগ নেই। তারাই মূলত জীবনের সঞ্চয় রাষ্ট্রীয় সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন। দেশের একটি অংশের মানুষের জন্য বয়স্ক ভাতার সুযোগ তৈরি করা হয়েছে। কিন্তু সমাজের সবশ্রেণির মানুষ এ সুযোগ নিতে পারেন না। যারা একটু স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেন, সঞ্চয়পত্রের মুনাফা কমে গেলে মূলত তারাই বিপাকে পড়বেন।