অর্থনীতি গতিশীল হবে, কর্মসংস্থান বাড়বে

মো. গিয়াস উদ্দিন

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৩৭ পূর্বাহ্ণ

১৫ লাখ টাকার উপরে সঞ্চয়পত্রের বিনিয়োগের উপর মুনাফা কমানো সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ। এতে অর্থনীতি গতিশীল হবে এবং কর্মস্থান বাড়বে বলে মত ব্যক্ত করেছেন জুনিয়র চেম্বার চট্টগ্রামের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন। তিনি বলেন, ১৫ লাখ টাকা বিনিয়োগ করে একজন ভালো উদ্যোক্তা হওয়া যায়। সঞ্চয়পত্রের বিনিয়োগে মুনাফা কমলে অসংখ্য মানুষ জীবনের সঞ্চয়গুলো ব্যাংকে রেখে দেবেন না। অনেকে উদ্যোগী হয়ে ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ করবেন। এতে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে। দেশে বেকারত্ব কমবে।
এ ব্যবসায়ী বলেন, ব্যাংকগুলোতে অনেক অলস টাকা পড়ে রয়েছে। অনেকের ২০-৫০ লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে। সঞ্চয়পত্রে বিনিয়োগের কারণে অলস টাকা বসিয়ে রেখে সঞ্চয়পত্রের বিনিয়োগের মুনাফার বিপরীতে বড় অংকের অর্থ ব্যয় করতে হচ্ছে সরকারকে। মুনাফা কমানোর কারণে সরকারের ব্যয় সংকোচন হবে, অন্যদিকে বড় অংকের টাকা ব্যবসা, বাণিজ্যে কিংবা শিল্পায়নে বিনিয়োগ হবে। এতে দেশের অর্থনীতি নতুন গতি পাবে।

পূর্ববর্তী নিবন্ধঅবসরপ্রাপ্ত কর্মজীবীদের সামাজিক নিরাপত্তা হুমকিতে পড়বে
পরবর্তী নিবন্ধঅবৈধ স্থাপনা অপসারণে ব্যবস্থা নিতে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশ