দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) চট্টগ্রাম শাখার জুলাই-ডিসেম্বর ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের জন্য ক্লাস উদ্বোধন ও নবীন বরণ গত ১৮ সেপ্টেম্বর আগ্রাবাদের সিএমএ ভবনের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ আরিফ এফসিএ, এফসিএমএ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাউথ এশিযান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ। বিশেষ অতিথি ছিলেন আইসিএমএ বাংলাদেশের প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক চৌধুরী এফসিএমএ। অতিথি ছিলেন মো. মামুনুর রশিদ এফসিএমএ, মো. মনিরুল ইসলাম এফসিএমএ, কাজী মুহাম্মদ জিয়াউদ্দিন এফসিএমএ, এ কে এম কামরুজ্জামান এফসিএমএ, জসিম উদ্দিন আকন্দ এফসিএমএ, আলী হায়দার চৌধুরী এফসিএমএ, ইমতিয়াজ আলম এফসিএমএ। মোহাম্মদ মনোয়ারুল হক এফসিএমএ নতুন শিক্ষার্থীদের ও সিএমএ মেম্বারগণের সাথে পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন আসাদুর রহমান, এফসিএমএ ও ধন্যবাদ জ্ঞাপন করেন চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম মাইশান এসিএমএ। প্রেস বিজ্ঞপ্তি।